৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদা পায় বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন গায়ক আল আমিন। দ্বৈত কণ্ঠে গান গাওয়ার জন্য তিনি বহুল পরিচিত। এবার কোরিয়া গিয়ে স্বপ্নপূরণ হলো তার।
নোয়াখালী জেলার ২৩ বছর বয়সী আল আমিন দুর্দান্ত অভিনয়ের জন্য অভিবাদন পেয়েছেন সবার কাছে। চলতি বছর মে মাসের শুরুতে ‘আলী’র পরিচালক আদনান আল রাজীবের মাধ্যমে আল আমিন জানতে পারেন, তাদের চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। তিনি অংশ নেবেন প্রিমিয়ারে।
এভাবে খুব অল্প সময়েই সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। একের পর এক দুর্দান্ত কাজ করছেন। বর্তমানে গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন কোরিয়াতে। তবে কোরিয়াকে তিনি একজনের চোখে খুঁজে পান। তিনি আল আমিনের স্বপ্নের নায়িকা।
আল আমিন সময় সংবাদকে জানান, ‘স্বপ্নের নায়িকা জুন জি হিয়নের সঙ্গে দেখা হওয়ার তাড়না নিয়েই তিনি কোরিয়ায় পা রাখেন। তবে বিস্ময়কর ঘটনা ঘটে বিমান বন্দরে। কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জুন জি হিয়ন হাজির সেখানে।’
আল আমিন আরও বলেন, ‘তিনি যখন বিমান বন্দরে প্রবেশ করেন তখন নায়িকার চারপাশজুড়ে পুলিশ প্রোটোকল ঘিরে ধরেছে। সবাই ছবি তোলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছেন। আমিও সেই তালিকায় যুক্ত হলাম। ভিড়ের মাঝে সুযোগ পেলাম প্রিয় অভিনেত্রীর সঙ্গে স্মৃতি ধরে রাখার।’
জুন জি হিয়ন প্রসঙ্গে তিনি বললেন, ‘প্রথম কোরিয়ান ড্রামা দেখা হয়েছে এই নায়িকাকে দিয়েই। উনার ড্রামা দেখেই আমার কোরিয়া আসার আগ্রহ তৈরি হয়। কিছুদিন আগেও উনার একটি গান আমি কাভার করেছি। যেটা আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম। এমনকি আমার ফোনের ওয়াল পেপারও এই অভিনেত্রীর।’
এমকে/টিএ