এই বায়োপিকে জন আব্রাহামকে দেখা যাবে রাকেশ মারিয়ার চরিত্রে। শ্যুটিং চলছে মিরা রোডের এলোরার স্টুডিওতে, যেখানে তৈরি করা হয়েছে এক বাস্তবধর্মী থানার সেট। রোহিত শেঠির নাম শুনলেই চোখে ভেসে ওঠে গাড়ি উল্টানো অ্যাকশন দৃশ্য, কিন্তু এই ছবি তার থেকে একেবারে আলাদা—এখানে নেই অতিনাটকীয় অ্যাকশন, বরং জোর দেওয়া হচ্ছে বাস্তবধর্মী, থ্রিলারধর্মী ইন্টারোগেশন সিকোয়েন্সের ওপর।
প্রতিদিন প্রায় ১০০ জনের ইউনিট কাজ করছে ছবির থানা ও জেরা দৃশ্যের শ্যুটিং-এ। এর আগে দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন বাস্তব লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে, যেখান থেকে ধরা পড়েছে শহরের রুক্ষ, বাস্তব রূপ।
‘লেট মি সে ইট নাও’ নামের আত্মজীবনী অবলম্বনে তৈরি এই ছবিতে উঠে আসবে মারিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসগুলো—১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ, ঝাভেরি বাজারে বিস্ফোরণ এবং ভয়াবহ ২৬/১১ মুম্বাই হামলা। দর্শক এই ছবির মাধ্যমে দেখতে পাবেন এক কিংবদন্তি পুলিশ অফিসারের মনের গভীরে কীভাবে কাজ করে সন্দেহ, বিশ্লেষণ আর দায়িত্ববোধ।
আগস্টের শেষে বড়সড় অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আর ২০২৬ সালে মুক্তি পাওয়ার লক্ষ্যে এগোচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমা।
এসএন