জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে ‘নীতিহীন’ এবং ‘রিফিউজ (Reject) দল’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
নীলা ইসরাফিলের পদত্যাগ নিয়ে এবার কথা বললেন কবি ব্রাত্য রাইসু। সামাজিক মাধ্যমে নীলা ইসরাফিলের পক্ষে নারী নেত্রীরা কেন দাঁড়ালেন না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন।
ব্রাত্য রাইসু বুধবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আচ্ছা একটা জরুরি প্রশ্ন, এনসিপি কেন নীলা ইসরাফিলকে বহিষ্কার না কইরা পদত্যাগ করতে বাধ্য করল, বলতে পারবেন আপনারা?
এই প্রশ্নের উত্তরও রাইসু নিজেই দিয়েছেন। তিনি বলেন, আমি পারব। বলব? বলি। যাতে সারোয়ার তুষারকে এনসিপিতে রাখা যায়।
নীলা ইসরাফিলকে বহিষ্কার করলে সেইটা এনসিপির জন্য অসম্ভব হইত। এখন অল্প ক্ষতিতে সারোয়ার তুষারকে রক্ষা করা গেল। এইভাবে প্যাসিভ অ্যাকশন চালায় রাজনৈতিক দলগুলি।
এনসিপির নারী নেত্রীরা কেন নীলা ইসরাফিলের পক্ষে দাঁড়ালেন না, এ নিয়ে প্রশ্ন তুলে রাইসু বলেন, বলেন, কিন্তু আরেকটা জরুরি প্রশ্ন আছে।
এনসিপির নারী নেত্রীরা কেন নীলা ইসরাফিলের পক্ষে দাঁড়াইল না? কে কে দাঁড়াইছেন সারা দেশের নারী নেত্রীদের মধ্যে? আমার কারো কথা মনে পড়তেছে না।
নীলা সম্পর্কে তিনি বলেন, ‘নীলা ইসরাফিলের যুক্তি প্রক্রিয়া ও কথা বলার ক্ষমতা ভালো। তার শুভ কামনা করি।’
এফপি/টিএ