রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ ৭ বিষয়ে আলোচনা হবে ঐকমত্য কমিশনের শেষ দিনে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে এই আলোচনা শুরু হয়।
আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক ,মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আছে, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি, আজও বৈঠকে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
এসএন