এখনো স্বৈরাচার ওত পেতে রয়েছেে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার আশুলিয়ার শ্রীনগরে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরামর্শ দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার এমন বর্বরতাকে কারবালার সময়কার বর্বরতার সঙ্গে তুলনা করা যায়। দেশে সব শ্রেণিপেশার মানুষ বিশ্বাস করেছে স্বৈরাচার থাকলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। এজন্য ইনসাফ ভিত্তিক ও ন্যায্যতার রাষ্ট্র গড়তেই জুলাইয়ে আত্মাহুতি।’
ন্যায্যতার রাষ্ট্র গড়ে তুলতে গণতান্ত্রিক সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারলেই সেটা সম্ভব হবে। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে যাতে প্রতিটি নাগরিক নিজ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং রাষ্ট্রে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।’
কেউ সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই তাকে জনগণের হতে হবে উল্লেখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণকে উপেক্ষা করে কোনো ব্যবস্থাই টেকসই হয় না। জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।’
সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘এখনো স্বৈরাচার ওৎপেতে রয়েছে। যেকোনো ভুল তাদের মাথাচাড়া দিতে সাহায্য করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এমআর/টিএ