সুপারহিরোপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৫ জুলাই মুক্তি পেয়েছে মার্ভেল সিনেমা ইউনিভার্সের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’। এই সিনেমার মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে শুরু হয়েছে নতুন অধ্যায়। তবে বাংলাদেশের দর্শকও অধির আগ্রহে অপেক্ষা করছে দেশের প্রেক্ষাগৃহে দেখার জন্য।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ সময় সংবাদকে জানালেন, ‘জনপ্রিয় হলিউড সিনেমাগুলো দর্শকের আগ্রহ এবং চাহিদার কথা চিন্তা করে একই সময়ে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু মাঝে মাঝে কিছু জটিলতার কারণে তা পিছিয়ে যায়।’
তিনি আরও জানালেন, “আগামী শুক্রবার (১ আগস্ট) সিনেপ্লেক্সে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’ মুক্তির সম্ভাবনা রয়েছে।”
কমিকসপ্রেমীদের জন্য ফ্যান্টাস্টিক ফোর নতুন কিছু নয়। ১৯৬১ সালে স্ট্যান লি ও জ্যাক কিরবির হাতে জন্ম নেয়া এই দলটি মার্ভেলের প্রথম সুপারহিরো টিম। রিড রিচার্ডস, সু স্টর্ম, জনি স্টর্ম ও বেন গ্রিম ,এই চার চরিত্র বহুবার বড়পর্দায় এসেছে।
এবার তারা হাজির হয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নিজস্ব ভাষায়। ‘ফার্স্ট স্টেপস’ নামটিই ইঙ্গিত করছে যে এটি তাদের উত্থানের, পরিণত হওয়ার ও পৃথিবী তথা মহাবিশ্বে নিজেদের অবস্থান গড়ে তোলার কাহিনি।
সিনেমাটির পরিচালক ম্যাট শাকম্যান। এতে অভিনয় করেছেন জন মালকোভিচ, ভেনেসা কিরবি, জুলিয়া গার্নার, রাল্ফ ইনেসন, নাতাশা লিওন, পেড্রো পাস্কাল, পল ওয়াল্টার হাউসার, জোসেফ কুইন, এবন মস-বাখরাচ, সারাহ নাইলস।
এমকে/টিএ