গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা-ভাঙচুরসহ গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৫৮৯ জনকে। এ নিয়ে মামলার সংখ্যা বেড়ে হলো ১৫টি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ৭৮ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন।
অপরদিকে, সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ ও ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা-ভাঙচুরসহ গোপালগঞ্জ বরিশাল আঞ্চলিক সড়কের কাঠি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
পৃথক মামলা দুটিতে আসামি করা হয়েছে ৫৮৯ জনকে। সদর থানার দুই এসআই বাদী হয়ে মামলা দুটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত আছে।
এমআর/টিএ