এশিয়া কাপ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। তার আগে আপাতত বাংলাদেশের কোনো ম্যাচ নেই। তাই এই ফাঁকা সময়ে একটি সিরিজ আয়োজনের চেষ্টায় ছিল বিসিবি। এবার বোর্ডের সূত্রে জানা গেছে, বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস; আগস্টেই তারা বাংলাদেশে আসবে।
৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এই বিরতির সময় ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। তবে এশিয়া কাপের আগে একটা সিরিজ আয়োজন করলে মন্দ হয় না, লিটন দাস নিজেও অবশ্য এ কথা বলেছিলেন।
সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বড় দল না পাওয়ায় নেপাল বা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। তবে বিসিবির সূত্র বলছে, টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস।
জানা গেছে, ১৯ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সময়সূচি প্রায় চূড়ান্ত, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা।
এমকে/টিএ