জুলাই পদযাত্রার মধ্য দিয়ে জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পদযাত্রা শেষে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে তিনি এ কথা বলেন। এসময় পদযাত্রাকালীন কিছু সমস্যা ও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেই এই পদযাত্রা সফল হবে। তা না হলে ৩ আগস্ট শহীদ মিনারে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কর্মসূচি দেব।’ এর আগে পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতারা।