বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামালা থেকে অব্যাহতির পাওয়ার পর আবারও আদালতের নোটিশ পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নোটিশ পাওয়ার পর বিমানবন্দরে জনসমক্ষে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামালায় অব্যাহতি পাওয়ার পর রিয়া প্রয়াত সুশান্তের পরিবারের সদস্য ও অভিনেতার চিকিৎসকের ওপর অভিযোগ দায়ের করেন আদালতে।
আদালতে রিয়ার অভিযোগ ছিল, সুশান্তের বড় দুই বোন প্রিয়াঙ্কা সিং, মিতু সিং এবং চিকিৎসক তরুণ নাথু রামের কারণে অকালে মারা গেছেন সুশান্ত। রিয়ার দাবি, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। অথচ অভিনেতার বোনেরা প্রায়ই তার ওষুধ বন্ধ করে দিতেন। চিকিৎসকরে জাল প্রেসক্রিপশনের কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছিলেন।
রিয়ার এ অভিযোগের কোনো প্রমাণ ও তথ্য না মেলায় মুম্বাই আদালত রিয়ার ওপর নোটিশ জারি করে।
আদালতের নোটিশ পাওয়ার পর বিমানবন্দরে দেখা যায় এ অভিনেত্রীকে। সাদা পোশাক পরা অভিনেত্রীকে দেখেই ছবি শিকারীরা রিয়ার ছবি তুলতে চান। রিয়াও তাদের জন্য কয়েকটি পোজ দেন। এরপরই দ্রুত গতিতে চলে যেতে শুরু করেন।
তখন আরও কিছু ছবি শিকারি রিয়ার পিছু পিছু ছুটে আসেন। তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। বলেন,দয়া করে পিছু নেবেন না। ছবির জন্য কয়েকটি পোজ দিয়েছি। এবার বিদায় দিন।
২০১২ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রিয়া। ব্যক্তিজীবনে প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এ অভিনেত্রীর। ২০১৯ সালে তারা লিভ টুগেদার শুরু করেছিলেন। তাই ২০২০ সালে অভিনেতার মৃত্যু হলে অন্তর্জালে তাকে নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা শুরু হয়।
আদালতে এসব বিতর্ক ও সমালোচনা মিথ্যা প্রমাণ হলে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অব্যাহতি পান তিনি। এবার নিজের দায়ের করা অভিযোগের কারণে আদালত নোটিশ পেয়েছেন রিয়া চক্রবর্তী।
এফপি /এসএন