অভিনেতা বিজয় দেবরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’ প্রেক্ষাগৃহে মুক্তির পরই ঝড় তুলেছে বক্স অফিসে। জমজমাট ওপেনিংয়ের দিনে আলোচনায় এসেছে বিজয়ের ব্যক্তিগত জীবনও। কারণ, ছবির সাফল্য উদ্যাপন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর দীর্ঘদিনের গুঞ্জিত প্রেমিকা রাশ্মিকা মান্দানা।
ছবির মুক্তির দিন রাশ্মিকা ইনস্টাগ্রামে লেখেন, “মানাম কোট্টিনাম”— যার অর্থ, “আমরা করে দেখিয়েছি।” বিজয়ও রাশ্মিকার পোস্টের মন্তব্যে একই বাক্য লিখে সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন। মুহূর্তেই এই আদান-প্রদান ছড়িয়ে পড়ে অনলাইনে, ভক্তরা উচ্ছ্বাসে ভাসতে থাকেন। দুজনের এই ‘ডিজিটাল রোমান্স’ ঘিরে শুরু হয় নতুন করে আলোচনা।
যদিও ‘কিংডম’ ছবিটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে এর বিশাল বাজেট, আকর্ষণীয় নির্মাণশৈলী এবং বিজয়-রাশ্মিকার অফস্ক্রিন রসায়ন দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে। সিনেমার গল্প ঘিরে কিছুটা বিভক্ত মত থাকলেও, বক্স অফিসে ভালো ফল করছে ছবিটি।
বিশেষ করে, বিজয় ও রাশ্মিকার আন্তরিক বার্তাবিনিময় শুধু সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়ই তোলেনি, বরং সিনেমার সাফল্যে নতুন মাত্রাও যোগ করেছে বলে মনে করছেন অনেকে। ছবিটি এখন দক্ষিণ ভারতজুড়ে ট্রেন্ডিংয়ে রয়েছে।
ইউটি/টিএ