প্রেমে ব্যর্থতা, প্রথম ছবির ফ্লপ আর দীর্ঘ এক দশক ধরে একের পর এক অডিশনে ফিরিয়ে দেওয়া—এইসব ব্যর্থতা আর অস্বীকারের গল্প পেছনে ফেলে এখন বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তৃপ্তি ডিমরি।
চলচ্চিত্রে পা রাখার শুরুটা খুব একটা মসৃণ ছিল না তাঁর জন্য। অডিশনে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। প্রথম ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তখন অনেকেই বলেছিলেন, তাঁর আর এগোনো সম্ভব নয়। কিন্তু সব জবাব দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতে সাহসী ও সংবেদনশীল অভিনয়ের মধ্য দিয়ে। সেই ছবির মাধ্যমে রাতারাতি নজরে আসেন নির্মাতা, প্রযোজক আর দর্শকদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচনায় ছিল না। গুঞ্জন ছিল, অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে তাঁর প্রেম ছিল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। এমনকি বিয়ের কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। ব্যক্তিজীবনের এমন ভাঙনের সময়েও থেমে যাননি তৃপ্তি। বরং ব্যর্থতা থেকেই তিনি সংগ্রামের শক্তি খুঁজে নিয়েছেন।
আজ তৃপ্তি ডিমরি বলিউডের ৯০০ কোটির ছবি ‘অ্যানিমেল’-এর কেন্দ্রীয় নারী চরিত্র। হাতে রয়েছে একের পর এক বড় প্রজেক্ট—শাহিদ কপূরের বিপরীতে একটি সিনেমা এবং বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের নতুন প্রজেক্ট। সাফল্যের এই পর্যায়ে পৌঁছে তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম আলোচিত নাম।
ইউটি/টিএ