গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছে। ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেই ইন্টার মায়ামি ছাড়বেন লিওনেল মেসি। কোচ হাভিয়ের মাসচেরানোও গুঞ্জন সম্পর্কে অবগত। তবে এই গুঞ্জনের সঙ্গে একমত নন ইন্টার মায়ামির কোচ।
মাসচেরানোর মতে, মেসি কোথাও যাচ্ছেন না। থাকছেন মায়ামিতেই। এমনই আত্মবিশ্বাস আর্জেন্টাইন কোচের। তিনি বলেছেন, ‘লিওকে নিয়ে আমরা সবাই আশা করছি নতুন করে সে চুক্তি করবে।
এটা তার এবং ক্লাবের সিদ্ধান্ত। এটা এমন কিছু যা নিয়ে তারা ব্যক্তিগতভাবে আলোচনা করছে। যখন সঠিক সময় আসবে এবং তারা কোনো সমঝোতায় পৌঁছাবে তখন এটা ঘোষণা করা হবে।’ নতুন করে চুক্তি হলে সেটা ৩ বছরের জন্য হতে পারে বলে শোনা যাচ্ছে।
মেসি ক্লাব ছাড়তে যাওয়ায় ইউরোপীয় অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে আবারো ইউরোপীয় ফুটবলে দেখা যেতে পারে। শুধু সংবাদ মাধ্যম নয়, আর্জেন্টাইন অধিনায়কের সাবেক বার্সেলোনা সতীর্থ ও বর্তমানে কোমোর কোচ সেস ফেব্রিগাসও এমনটা আশা করছেন। সেসব গুঞ্জন নিয়ে মাসচেরানো বলেছেন, ‘গুঞ্জন সম্পর্কে আমিও অবগত আছি। তবে আমি বলতে পারি সে আমাদের সঙ্গে থাকছে। এ ব্যাপারে আমরা আশাবাদী।’
মেসি ক্লাবের সঙ্গে থাকছেন কি না সে বিষয়ে স্পষ্ট বলতে না পারলেও আগামীকাল ভোরে লিগস কাপের ম্যাচে শুরু থেকে থাকছেন তার শিষ্য তা নিশ্চিত করেছন মাসচেরানো। ঘরের মাঠে মেক্সিকান ক্লাব নেকাস্কার বিপক্ষে খেলব মায়ামি।
এমআর/টিকে