ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। সামাজিক মাধ্যমে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মিষ্টি নিজেই। বাবার মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। বললেন, ‘আমার সব শক্তি শেষ হয়ে গেছে।’
আজ শনিবার (২ আগস্ট) সামাজিক মাধ্যমে অভিনেত্রী এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারা দিন-রাত দেখার ব্যস্ততা নেই।
নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’
তিনি আরো লিখেছেন, ‘আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে।
বাবা নাই-এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’
অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত।
এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।
টিকে/