বোয়িং কেনার বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে হয়নি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য আলোচনার সময় মনে হয়নি- বাংলাদেশের ২৫টি বোয়িং কেনার ব্যাপারটি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটিকে তারা একবারের জন্যও আলোচনার মধ্যে আনেনি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তো‌জার সঙ্গে আলাপচারিতায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। শুক্রবার (১ আগস্ট) গোলাম মোর্তোজা ব্যক্তিগত ভেরিফায়েড পেজে ভিডিওটি প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি করছে না বাংলাদেশ। বাণিজ্য চুক্তি হওয়ার পর সম্মতির ভিত্তিতে তথ্য প্রকাশ করা হবে বলে আলাপচারিতায় জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, পাল্টা শুল্ক কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অর্থাৎ চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না। এ চুক্তি কতটা দেশের স্বার্থ সমুন্নত রাখবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

শুল্ক বিষয়ক দেনদরবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, ৩৫ শতাংশ থেকে পাল্টা শুল্ক ২০ ভাগে নেমে এলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর কিছু নেই বলেও জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০ শতাংশ শুল্কারোপ কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এ থেকে ফল পেতে গেলে নিজস্ব সক্ষমতা ও প্রতিযোগীশীলতা বাড়াতে হবে। দুঃখজনক হলেও চুক্তির বিষয়টি প্রকাশ হয়ে গেছে, সেখানে আসলে দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই নেই। যেসব বিষয় ইনডিরেক্টলি স্বার্থবিরোধী হতে পারে, আমরা আলোচনার মাধ্যমে বের হয়ে এসেছি। চুক্তি হলে দেশটির সম্মতিতে তথ্য প্রকাশ করা হবে।

উপদেষ্টা জানান, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ২ বিলিয়ন ডলারের কৃষি পণ্য আমদানি ও বেসরকারি খাতকে এগিয়ে নিতে চায় সরকার।

তিনি বলেন, আমরা বহির্বিশ্ব থেকে খাদ্যপণ্য আমদানি করি ১৫-২০ বিলিয়ন ডলারের। আমরা যদি প্রতিযোগিতা মূল্যে কৃষিপণ্য আমদানি করতে পারি, তাহলে ভোক্তাদের কম দামে দিতে পারবো। বাজার স্থিতিশীল থাকবে। আমাদের ঘাটতি ৬ বিলিয়ন ডলারের। আমরা ২ বিলিয়ন ডলারের আমদানি করতে পারলে বাণিজ্য ঘাটতি কমবে।

আকাশ পথের যাত্রীর চাপ হিসেবে ২৫টি বিমান কিছুই না জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিমানের সক্ষমতা বাড়াতে পরিবর্তন আসছে আইন ও বিধিতে। বোয়িং বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি দেশটি। আকাশ পথে যে পরিমাণ যাত্রী চাপ রয়েছে, তাতে ২৫টি বিমান কিছুই না। সক্ষমতা না বাড়ালে নতুন উড়োজাহাজ কোনো কাজে আসবে না। এজন্য আমরা আই্ন ও বিধিতে পরিবর্তন আনছি।

দেশে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেয়ার বার্তা দেন উপদেষ্টা।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইসিতে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল Aug 03, 2025
img
অ্যাশেজের আগেই ইনজুরিতে ওকস, দুশ্চিন্তায় ইংল্যান্ড Aug 03, 2025
img
‘স্লো উইকেটে নাইম ভালো খেলে না, তাকে মানিয়ে নিতে হবে’ Aug 03, 2025
img
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রুশ তেল আমদানিতে অটল ভারত Aug 03, 2025
img
ড. মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথাও বলেননি : হাফিজ উদ্দিন Aug 03, 2025
img
শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল উইন্ডিজ Aug 03, 2025
img
‘বরবাদ’ ঘিরে দোয়েলের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন হৃদয় Aug 03, 2025
img
লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল দ. আফ্রিকা Aug 03, 2025
img
আজ দুপুরে নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপি Aug 03, 2025
img
কিংডম'র পর এবার তীব্র অ্যাকশন নিয়ে ফিরছেন বিজয় Aug 03, 2025
img
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি Aug 03, 2025
img
বক্স অফিসে ধাক্কা খেল ‘ধড়ক ২’, এগিয়ে অজয়ের ছবি Aug 03, 2025
img
হামাস নিরস্ত্রের প্রস্তাবে সায় নেই তুরস্কের Aug 03, 2025
‘সব দলের আদর্শ হওয়া উচিত জামায়াত’ Aug 03, 2025
মাইকেলের মোজা কিনতে নিলামে কাড়াকাড়ি, অবশেষে বিক্রি হলো ১০ লাখে Aug 03, 2025
img
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে মায়ামির জয় Aug 03, 2025
img
বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফের একসঙ্গে ভারতের ব‍্যাডমিন্টন তারকা দম্পতি Aug 03, 2025
img
ওজন নিয়ন্ত্রণে সারা আলির হেলদি ব্রেকফাস্ট প্ল্যান Aug 03, 2025
img
ত্বক ঝকঝকে রাখতে যে টোটকা ব্যবহার করেন তামান্না ভাটিয়া Aug 03, 2025
img
গণহত্যা মামলায় রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে উপস্থিত Aug 03, 2025