ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রুশ তেল আমদানিতে অটল ভারত

রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির পরও নিজেদের অবস্থানে অটল রয়েছে ভারত। জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রশ্নে রাশিয়ার সঙ্গে বিদ্যমান জ্বালানি চুক্তি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে দেশটি।

নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি তেল সরবরাহ চুক্তি রয়েছে, যা রাতারাতি বাতিল করার প্রশ্নই আসে না। ট্রাম্পের বক্তব্য সত্ত্বেও নয়াদিল্লি তাদের স্বাধীন পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে। তবে তার বক্তব্যেই তিনি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলে ইঙ্গিত দেন। ওই বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের রপ্তানি পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া রাশিয়া ও ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলেও উল্লেখ করেন তিনি।

তবে ভারতের পক্ষ থেকে এসব মন্তব্য সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে তেল আমদানি বৈধভাবে এবং আন্তর্জাতিক নীতিমালার আওতায় হচ্ছে। একজন বলেন, বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ, যা মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ। এই নির্ভরতা হঠাৎ করে কমানো সম্ভব নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জ্বালানির উৎস বেছে নেওয়া হয় বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায়। তার ভাষায়, ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং সেটি অন্য কোনো দেশের হস্তক্ষেপে নির্ধারিত হয় না।

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও, তেল রফতানিতে সরাসরি কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেলের জন্য একটি মূল্যসীমা নির্ধারণ করেছে, যেটি ভারত মেনে চলছে বলেও ভারতীয় কর্মকর্তারা জানান।

এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে রাশিয়াও কৌশলগত প্রতিক্রিয়া দেখিয়েছে। মস্কো জানিয়েছে, তারা চাইলে কাস্পিয়ান অঞ্চল থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে তেল সরবরাহকারী সিপিসি (CPC) পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। এই পাইপলাইনের মাধ্যমে বছরে কয়েক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ হয়, যা বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় ৩.৫ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, যদি এই সরবরাহ বন্ধ হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে।

 এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস, সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর Aug 03, 2025
img
ছাত্রদল-এনসিপির সমাবেশে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি Aug 03, 2025
img
জামায়াত আমিরের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে বিএনপি প্রতিনিধি দল Aug 03, 2025
img
চুয়ামেনিকে পেতে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল রিয়াল Aug 03, 2025
img
নতুন রূপে স্পাইডার-ম্যান: টিজারে চমক দেখালেন টম হল্যান্ড Aug 03, 2025
img
লুইস দিয়াজের অভিষেক ম্যাচে জয় পেল বায়ার্ন মিউনিখ Aug 03, 2025
img
হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, পদক্ষেপ শুরু : তেহরান Aug 03, 2025
img
ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারিতে এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ Aug 03, 2025
img
দুপুর আড়াইটায় ছাত্রদলের সমাবেশ শুরু, শাহবাগে জনস্রোত শুরু Aug 03, 2025
img
৩ সংগঠনের কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজট Aug 03, 2025
img
শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশপত্র ফেসবুক স্টোরিতে দিলেন প্রোভিসি Aug 03, 2025
img
ইসিতে সিইসির সঙ্গে দেখা করতে গেলেন হাসনাত-নাসীরুদ্দীন Aug 03, 2025
img
কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা Aug 03, 2025
img
যেভাবে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান? Aug 03, 2025
img
'মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার, এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে' Aug 03, 2025
img
শাহবাগে ছাত্র সমাবেশে নেতাকর্মীদের ঢল Aug 03, 2025
img
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে বিনিয়োগ করল আইপিএলের আরও ২ ফ্র্যাঞ্চাইজি Aug 03, 2025
img
না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা জীবনাবসান Aug 03, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ : অ্যাটর্নি জেনারেল Aug 03, 2025
img
নিজের রেকর্ড ভাঙায় গিলকে বিশেষ উপহার দিলেন কিংবদন্তি গাভাস্কার Aug 03, 2025