হামাস নিরস্ত্রের প্রস্তাবে সায় নেই তুরস্কের

সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে তুরস্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব সমর্থন করেছে— এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি।

দেশটি বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত হামাসকে নিরস্ত্র করার পক্ষে নয় তারা। শনিবার (২ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদে ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত ওই সম্মেলনের নাম ছিল “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দুই-রাষ্ট্র ভিত্তিক পথ বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন”। এটি যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।

সম্মেলনের চূড়ান্ত ঘোষণার ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, হামাস যেন গাজা শাসনের দায়িত্ব ছেড়ে দিয়ে আন্তর্জাতিক উদ্যোগের আওতায় নিজেদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অনেকে এটিকে হামাসকে নিরস্ত্র করার আহ্বান বলে ব্যাখ্যা করেন।

তবে তুরস্ক জানায়, তাদের হস্তক্ষেপের পর মূল দলিল ও সংযুক্তিতে ‘নিরস্ত্রীকরণ’ শব্দটি সরিয়ে ফেলা হয়। বরং অস্ত্র হস্তান্তরের বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক লক্ষ্যসংশ্লিষ্ট করে পুনর্গঠন করা হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলের দীর্ঘদিনের রেকর্ড বিবেচনায় তুরস্ক মনে করে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর যেকোনো নিরস্ত্রীকরণ অবশ্যই স্বাধীন, একক এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। অথবা আন্তঃফিলিস্তিনি ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত কোনো চুক্তির আওতায় হতে হবে।”

তারা আরও জানায়, আন্তর্জাতিক ঐক্য বজায় রাখার স্বার্থে এবার আনুষ্ঠানিক আপত্তি তোলা হয়নি, তবে ভবিষ্যতে যেন তাদের উদ্বেগ বিবেচনায় নেওয়া হয় সেই আশা করা হচ্ছে। তুরস্ক এটাও স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা হামাসকে বিনাশর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানায়নি।

তারা বলেছে, সম্মেলনের ৮ নম্বর অনুচ্ছেদটিকে যুদ্ধবিরতির সামগ্রিক প্রেক্ষাপটে দেখতে হবে। সেখানে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তির পক্ষে সমর্থন জানানো হয়েছে, যাতে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মি মুক্তি, ফিলিস্তিনি বন্দি বিনিময়, মরদেহ হস্তান্তর এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিন দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য ছিল, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য একটি সময়সীমাবদ্ধ ও বাস্তব রোডম্যাপ তৈরি করা।

এতে জাতিসংঘের ১২২টি সদস্য দেশ এবং ছয়টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। সম্মেলনের সহ-সভাপতি ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। ফিলিস্তিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা ও পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস, সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর Aug 03, 2025
img
ছাত্রদল-এনসিপির সমাবেশে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি Aug 03, 2025
img
জামায়াত আমিরের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে বিএনপি প্রতিনিধি দল Aug 03, 2025
img
চুয়ামেনিকে পেতে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল রিয়াল Aug 03, 2025
img
নতুন রূপে স্পাইডার-ম্যান: টিজারে চমক দেখালেন টম হল্যান্ড Aug 03, 2025
img
লুইস দিয়াজের অভিষেক ম্যাচে জয় পেল বায়ার্ন মিউনিখ Aug 03, 2025
img
হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, পদক্ষেপ শুরু : তেহরান Aug 03, 2025
img
ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারিতে এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ Aug 03, 2025
img
দুপুর আড়াইটায় ছাত্রদলের সমাবেশ শুরু, শাহবাগে জনস্রোত শুরু Aug 03, 2025
img
৩ সংগঠনের কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজট Aug 03, 2025
img
শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশপত্র ফেসবুক স্টোরিতে দিলেন প্রোভিসি Aug 03, 2025
img
ইসিতে সিইসির সঙ্গে দেখা করতে গেলেন হাসনাত-নাসীরুদ্দীন Aug 03, 2025
img
কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা Aug 03, 2025
img
যেভাবে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান? Aug 03, 2025
img
'মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার, এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে' Aug 03, 2025
img
শাহবাগে ছাত্র সমাবেশে নেতাকর্মীদের ঢল Aug 03, 2025
img
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে বিনিয়োগ করল আইপিএলের আরও ২ ফ্র্যাঞ্চাইজি Aug 03, 2025
img
না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা জীবনাবসান Aug 03, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ : অ্যাটর্নি জেনারেল Aug 03, 2025
img
নিজের রেকর্ড ভাঙায় গিলকে বিশেষ উপহার দিলেন কিংবদন্তি গাভাস্কার Aug 03, 2025