‘ট্যাক্সিওয়ালা’ দিয়ে যে সফল জুটির শুরু, ফের সেই পরিচালক রাহুল সঙ্কৃত্যায়নের সঙ্গেই নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন বিজয় দেবরাকোন্ডা। এটি হতে যাচ্ছে একটি পিরিয়ড ড্রামা, যার পটভূমি ভারতের উপনিবেশিক ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়। রায়লসীমার ঐতিহাসিক আবহে নির্মিত হতে যাওয়া এই ছবি ইতিমধ্যে চমক তৈরি করেছে, কারণ এতে বিজয়ের সঙ্গে যুক্ত হয়েছেন তার ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ খ্যাত সহঅভিনেত্রী রাশমিকা মান্দানাও।
সিনেমাটির নাম এখনও ঘোষণা হয়নি, তবে নির্মাণে যে বিশাল পরিকল্পনা রয়েছে, তা বোঝা যাচ্ছে প্রযোজনা সংস্থার তালিকা থেকেই। ভুষণ কুমার এবং মৈত্রি মুভি মেকার্সের মতো বড় প্রযোজকরা একত্রিত হচ্ছেন এই ছবির জন্য, যা এক বিস্তৃত, চিত্রনাট্যভিত্তিক ও ভিজ্যুয়ালি আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিছুদিন বিশ্রামে ছিলেন বিজয়। তবে সুস্থ হয়ে এখন তিনি পুরোপুরি প্রস্তুত নতুন চরিত্রে নিজেকে ঢেলে দিতে। এবারকার চরিত্র হতে যাচ্ছে আগের সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার মতো, যেখানে ইতিহাস, সংগ্রাম আর এক নতুন বিজয়কে দেখতে পাবেন দর্শক।
একদিকে ঐতিহাসিক পটভূমি, অন্যদিকে রাশমিকা-বিজয় জুটির বহুপ্রতীক্ষিত প্রত্যাবর্তন- সব মিলিয়ে এই ছবিটি হয়ে উঠছে বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত প্রজেক্ট।
কেএন/টিএ