হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের পরিবারে দুশ্চিন্তার ছায়া। উদ্বেগের মধ্যে দিন কাটছে অভিনেত্রীর। জানা যাচ্ছে অভিনেত্রীর পরিচারিকার মেয়ে ও তার এক বান্ধবী দুজনেই বৃহস্পতিবার থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার পর স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন অঙ্কিতা।
এ খবর নিজের সোশাল মিডিয়াতেও জানিয়েছেন অভিনেত্রী। সেখানে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের পরিবারের পরিচারিকা কান্তার মেয়ে সালোনি ও তার বান্ধবী নেহা ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। তাদের দু’জনকে শেষবার দেখা গিয়েছিল মুম্বইয়ের ভাকোলা অঞ্চলে।’
অঙ্কিতা আরও লেখেন, ‘ওরা আমাদের পরিবারেরই অংশ।
তাই এই ঘটনায় আমরা সকলেই ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। মুম্বাইবাসীর কাছে অনুরোধ করছি আমাদের সাহায্য করুন। আমরা যাতে ওদের নিরাপদে ফিরে পাই। আপনাদের কারও নজরে পড়লেও আমাদের সঙ্গে বা নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারেন।
অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি দু’জনেই তাঁদের সোশাল মিডিয়ায় এই পস্টটি শেয়ার করেছেন। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর শিশু অপহরণের মামলা রুজু করা হয়েছে।
এসএন