“আজকের যুগে ১০০ জন মহিলার মধ্যে মাত্র ২ থেকে ৪ জনই পবিত্র”— এই মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে স্বামী প্রেমানন্দ মহারাজ। সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে, নেটিজেনদের একাংশ তাঁকে সরাসরি নারীবিদ্বেষী বলে আক্রমণ করছেন। কিন্তু ঠিক এই সময়েই এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সকল বিতর্ককে পাশ কাটিয়ে দাঁড়ালেন প্রেমানন্দের পাশে!
এই বিতর্কের সূত্রপাত এক ধর্মীয় সভা থেকে। সেখানে প্রেমানন্দের বক্তব্য, বর্তমান সময়ে অধিকাংশ মহিলাই নাকি পবিত্র নন, অনেকেই নাকি প্রেমিক বদলান, খোলামেলা পোশাক পরেন, আর এই কারণেই সমাজের অধঃপতন ঘটছে।
এমন মন্তব্য ঘিরে চরম উত্তেজনা তৈরি হলেও ‘বিগ বস’ খ্যাত নেট ইনফ্লুয়েন্সার রাজীব অদাইতা স্বামী প্রেমানন্দকে সমর্থন করে একটি ভিডিও পোস্ট করেন। তাঁর দাবি, প্রেমানন্দ কেবল মেয়েদের নয়, ছেলে-মেয়েদের উভয়ের ক্ষেত্রেই এই কথাগুলো বলেছেন। তিনি বলেন, “যা বলেছেন, একদম ঠিক বলেছেন। মানুষ যখন সত্যি বলে, তখনই তা অনেকের কাছে তেতো লাগে।”
এই পোস্টটিই নিজের প্রোফাইলে শেয়ার করেন অঙ্কিতা লোখান্ডে। যার অর্থ, তিনি স্পষ্ট ভাবেই রাজীবের মতকে সমর্থন জানাচ্ছেন— আর পরোক্ষভাবে প্রেমানন্দকেও।
তবে প্রশ্ন উঠছে— নারীদের নিয়ে এতটা কড়া মন্তব্যকে কীভাবে সমর্থন করলেন অঙ্কিতা? যিনি নিজেও এক জন নারী এবং বহু বার নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন বিভিন্ন বিষয়ে?
অনেকেই বলছেন, অঙ্কিতার এমন অবস্থান তাঁর ভক্তদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করছে। যেখানে বলিউডের একাধিক অভিনেত্রী নারী ক্ষমতায়ন ও স্বাধীনতা নিয়ে সোচ্চার, সেখানে অঙ্কিতার এই অবস্থান একেবারেই বিপরীত সুরে বাজছে।
তবে এখন দেখার বিষয়, এই বিতর্কে আরও কোনও তারকা এগিয়ে আসেন কি না এবং অঙ্কিতা এই বিষয়ে পরবর্তীতে আরও কিছু ব্যাখ্যা দেন কি না।