জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন সৌম্য সরকার। এরপর আর এই ফরম্যাটে দেখা যায়নি তাকে। তবে ঘরোয়াতে মাঝে মধ্যে লাল বলের ক্রিকেটে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে এই সংস্করণের ক্রিকেটে খেলার আগ্রহ আছে সৌম্যের, এমনটাই জানিয়েছে কোচ সোহেল ইসলাম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল বলেন, 'আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর, আমরা ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছি।'
'একজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে।'-যোগ করেন তিনি।
লঙ্গার ভার্সন ও সীমিত ওভারের ক্রিকেটের মধ্যে ব্যাপক পার্থক্য, এমনটাই মনে করেন সোহেল। তিনি বলেন, 'সবাই সব ফরম্যাটে খেলতে চায়। আপনারা জানেন, লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনের অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এই কারণেই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিই, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কীভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কীভাবে কার্যকর করবে।'
'এরপর যখন তারা এই ফরম্যাট থেকে ওয়ানডেতে যায়, তখন পরিস্থিতি ভিন্ন হয়; ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস নিতে হয়। অন্যদিকে, টি-টোয়েন্টিতে খেলার সময়, যে বলগুলোতে সাধারণত এক রান আসে, সেগুলোতেও আমরা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারার চেষ্টা করি। এভাবে খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিংয়ের কৌশল এবং শট নির্বাচনও পরিবর্তিত হয়, যোগ করেন তিনি।
এমকে/টিএ