বন্ধুত্ব দিবসের প্রাক্কালে চমক দিলেন বলিউড পরিচালক ইমতিয়াজ আলি। ‘জব উই মেট’, ‘রকস্টার’ কিংবা ‘তামাশা’র মতো আবেগময় গল্প বলার জন্য যিনি পরিচিত, এবার তিনি হাজির হয়েছেন একদম ভিন্ন স্বাদের এক ছবি নিয়ে- নাম ‘সাইড হিরোজ’। সিনেমাটির মূল বিষয়বস্তু বন্ধুত্ব, আর চরিত্রে থাকছেন বলিউডের তিন জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা- অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরুণ শর্মা ও অপরশক্তি খুরানা।
ইমতিয়াজ আলি নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন ছবির নাম ও কনসেপ্ট, এক মজার ভিডিওর মাধ্যমে। সেখানে ক্যাপশন ছিল, “দোস্তি সেলিব্রেট করার টাইম এসে গেছে!” সেই ভিডিওতেই স্পষ্ট, এটি হতে চলেছে বন্ধুত্বকে ঘিরে নির্মিত এক নির্মল, হাস্যরসপূর্ণ ছবি, যেখানে মূলত তিন বন্ধুর দৃষ্টিভঙ্গি থেকেই এগোবে গল্প।
ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের বন্ধুত্ব দিবসে, অর্থাৎ সেদিন প্রেক্ষাগৃহে আরও একবার বন্ধুত্বের জয়গান গাইবে ইমতিয়াজ আলির নতুন নির্মাণ। তিন অভিনেতার মধ্যে প্রত্যেকেই বলিউডে সাইড চরিত্রে নিজের নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন, কিন্তু এবার তারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বন্ধুত্বের কাহিনিতে। নামেই স্পষ্ট, ‘সাইড হিরোজ’ শুধু ‘সাইড’-এ নয়, বরং ‘মেইন’ হিরো হিসেবেই জায়গা করে নেবেন দর্শকের মনে।
বলিউডে যেখানে বন্ধুত্ব নিয়ে ছবি মানেই ‘ডিডিএলজে’ বা ‘জিন্দেগি না মিলেগি’, সেখানে এবার এক নতুন ছন্দে আসছে ‘সাইড হিরোজ’। ইমতিয়াজ আলির হাত ধরে এই তিন দৃশ্যচুর প্রেমিকের কেমিস্ট্রি ঠিক কেমন হয়, তা দেখার জন্য অপেক্ষা এখন এক বছরের।
কেএন/টিএ