মার্ভেল দুনিয়ায় আবার ফিরলেন টম হল্যান্ড, প্রিয় স্পাইডার-ম্যান চরিত্রে। নতুন ছবির নাম ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুটিং শুরুর প্রথম দিন থেকেই শুরু হয়েছে অনুরাগীদের উন্মাদনা। তার উপর ছবির সেট থেকে প্রকাশিত প্রথম ঝলকে দেখা গেছে স্পাইডার-ম্যানের একেবারে নতুন পোশাক, যা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
পোশাকে এসেছে সূক্ষ্ম পরিবর্তন, তবে পরিচিত লাল-নীল বর্ণের কাঠামো ঠিকই রয়েছে। নতুন এই লুক আগের চেয়েও অনেক বেশি আধুনিক, ঝকঝকে এবং প্রযুক্তিনির্ভর। ট্রেলার বা বিস্তারিত গল্প এখনও প্রকাশ পায়নি, কিন্তু টিজার ভিডিওতে শুধু পোশাক নয়, পুরো ছবির রহস্যঘেরা পরিবেশই অনুরাগীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
এই ছবিতে টম হল্যান্ডের সঙ্গে দেখা যাবে একঝাঁক তারকা- জেনডায়া, জেকব ব্যাটালন, স্যাডি সিঙ্ক, লিজা কোলন-জায়াস, জন বার্নথাল, মার্ক রাফালো এবং মাইকেল ম্যান্ডো। নাম দেখে বোঝাই যায়, এবারকার স্পাইডার-ম্যান হতে যাচ্ছে অনেক বড় মাপের। কিন্তু চমক এখানেই- গল্পের কিছুই এখনও প্রকাশ করা হয়নি। পিটার পার্কারের জীবনে এবার কী ঘটতে চলেছে, তা নিয়েই চলছে জোর জল্পনা।
মার্ভেল ভক্তরা একদিকে যেমন পোশাকের পরিবর্তন নিয়ে আলোচনায় মেতে উঠেছেন, তেমনি অন্যদিকে ছবির রহস্যময় চিত্রনাট্য নিয়ে চলছে নানা রকম ফ্যান থিওরি। এতগুলো চরিত্র, রহস্যময় পরিবেশ আর স্পাইডার-ম্যানের একেবারে নতুন যাত্রা- সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হয়ে উঠছে মার্ভেল মহাবিশ্বের অন্যতম প্রতীক্ষিত ছবি।
কেএন/টিএ