তিনি আসেন, দেখেন, আর জয় করে চলে যান- তিনি আর কেউ নন, টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একের পর এক বোল্ড ফটোশুটে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় স্বচ্ছ কালো পোশাকে নতুন কিছু ছবি পোস্ট করে আবারও নেটিজেনদের নজর কাড়লেন তিনি। পোশাক, মেকআপ, এক্সপ্রেশন ও চাহনিতে যেন মায়াজাল ছড়িয়ে দিয়েছেন ঋতাভরী।
টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরীর এই রূপে মুগ্ধ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিগুলো ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তিনি।
ঋতাভরী মানেই বোল্ড ও ফ্যাশনিস্তা অবতার। কখনও কালো অন্তর্বাসে, কখনও খোলামেলা গাউনে, আবার কখনও স্বচ্ছ পোশাকে আবেদনময়ী হয়ে ধরা দেন তিনি। নিজের এই স্টাইল স্টেটমেন্টে যেন নিজেকেই ছাড়িয়ে যান প্রতিবার।
কেএন/টিএ