লেজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ঝড় তুলেছেন এবি ডি’ভিলিয়ার্স। ৬০ বলে অপরাজিত ১২০ রানে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কেবল ক্রিকেট, বরং লিগের মালিক হর্ষিত তোমার ও সঞ্চালিকা কারিশমা কোটাকের মজার কথোপকথনও।
ম্যাচ-পরবর্তী লাইভ সঞ্চালনায় কারিশমা হর্ষিতকে প্রশ্ন করেন, “আজ আপনি কীভাবে উদযাপন করবেন?” জবাবে হর্ষিত হাস্যরসে বলেন, “সব শেষ হয়ে গেলে হয়তো আপনাকেই বিয়ের প্রস্তাব দেব।”
অপ্রত্যাশিত জবাবে অবাক হয়ে যান কারিশমা। মুহূর্তেই বলে ওঠেন, “ওহ মাই গড!” তবে দ্রুতই নিজেকে সামলে সঞ্চালনার কাজ চালিয়ে যান। নেটিজেনদের কৌতূহল- প্রস্তাব কি সত্যিই দেওয়া হয়েছিল, আর কারিশমার উত্তর কী?
এ নিয়ে এখনো স্পষ্ট কোনো উত্তর না মিললেও হর্ষিত ইনস্টাগ্রামে কারিশমার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে রয়েছে একটি ভালোবাসার ইমোজি। মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্ন- “প্রস্তাবে কি হ্যা বললেন কারিশমা?”
উল্লেখ্য, গায়ক ও র্যাপার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন হর্ষিত তোমার। ৩০টিরও বেশি গান গাওয়ার পাশাপাশি তিনি ব্যবসায়ী এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজনে সক্রিয়। সেই সূত্রেই শুরু করেন বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ।
অন্যদিকে কারিশমা কোটাক দীর্ঘদিন ধরে সঞ্চালনার সঙ্গে যুক্ত। ব্রিটিশ নাগরিক এই উপস্থাপক আইপিএলেও কাজ করেছেন। পাশাপাশি ছোট পর্দা ও সিনেমায়ও অভিনয় করেছেন।
ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তোলে ১৯৫ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই রান তোলায় ঝড় তোলে। ডি’ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ১৯ বল বাকি থাকতেই হেলায় জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
কেএন/টিএ