জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক পুলিশ সদস্যসহ আরও চারজন আহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর উপজেলার জোয়ানা সেতু নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রত্না আক্তার (৪৫) আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী। আক্কেলপুর পৌরশহরের নিচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
আহতরা হলেন— নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২), একই উপজেলার গন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশার চালক ফারুক (৪২) ও রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মা ও মেয়ে আক্কেলপুর নিচা বাজারের ভাড়া বাসায় যাচ্ছিলেন। এসময় জোয়ানা সেতু এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে অটোরিকশার যাত্রী রত্না আক্তার গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তারকে হাসপাতালে আনার পর রাত ৮টার দিকে তিনি মারা যান।
পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও তার সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নারী মারা গেছেন। আহত চারজনের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/টিকে