পঞ্চম ও শেষ টেস্টে ওভালে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মারাত্মক ভুল করে বসেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলেই প্রসিদ্ধ কৃষ্ণর বলে লং-লেগে হ্যারি ব্রুকের ক্যাচ নেন তিনি। কিন্তু ক্যাচ নেওয়ার সময় তার ডান পা বাউন্ডারি কুশনে স্পর্শ করায় তা উইকেটের বদলে ছয়ে পরিণত হয়।
সেই সময় ব্রুকের রান ছিল মাত্র ১৯।
জীবনদান পেয়ে তিনি খেলেন বিধ্বংসী ৯৮ বলে ১১১ রানের ইনিংস, যা ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ঘটনার পর সিরাজ নিজের ভুলের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চান।
৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রবিবার চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৯ রান। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন আরো ৩৫ রান।
সিরিজ ২-২ সমতায় ফেরাতে আর ভারতের প্রয়োজন চারটি উইকেট।
অলি পোপের বিদায়ের পর ইংল্যান্ড ছিল ১০৬ রানে ৩ উইকেটে। সেখান থেকে দুই ব্যাটার জো রুট (১০৫) ও হ্যারি ব্রুক (১১১) চতুর্থ উইকেটে গড়েন ১৯৫ রানের জুটি। তবে ব্রুক আউট হওয়ার পর ধস নামে ইংল্যান্ডের ইনিংসে।
মাত্র ৩৬ রানের ব্যবধানে পড়ে যায় তিন উইকেট।
আলো-স্বল্পতায় খেলা থামানোর সময় ক্রিজে ছিলেন জেমি স্মিথ (২*) ও জেমি ওভারটন (০*)। পরে মুষলধারে বৃষ্টিতে দিনের খেলা আর শুরু করা সম্ভব হয়নি। আজ সোমবার শেষ দিনে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
এমআর/টিকে