জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ এবং ‘মির্জাপুর’-এর অভিনেতা আসিফ খান সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুরুতে হৃদরোগের কথা শোনা গেলেও পরে জানা যায় তিনি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজে ভুগছিলেন। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি ধূমপান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সেই সিদ্ধান্তের ২১ দিন পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি এবং ভক্তদের প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন আসিফ। ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে তোলা কিছু ছবি শেয়ার করে আসিফ লেখেন, ‘সকলে বলে, ভালো বা খারাপ সব অভ্যাস ২১ দিনের মধ্যে চলে যায়। আজ আমার ধূমপান ছেড়ে দেওয়ার ২১ দিন হয়ে গেল।’
তিনি জানান, অসুস্থতা তাকে জীবন ও অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই অভিজ্ঞতাই তাকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে অনুপ্রাণিত করেছে। আসিফ তার পোস্টে বন্ধুত্ব দিবস উপলক্ষে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার কথায়, ‘জীবনে অনেক উত্থান-পতন থাকে কিন্তু উত্থানের মধ্যে থাকে ভিড় মানুষের বন্যা। তবে যারা খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।’
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘নিজের ভুলটা বুঝতে এবং সঠিক মানুষদের শনাক্ত করার জন্য হাসপাতালের বিছানায় শুয়ে থাকা পর্যন্ত অপেক্ষা করবেন না। চা-ই খান, অন্যদের দেখে ব্ল্যাক কফি খেতে যাবেন না। প্রতিদিন বন্ধুদের সঙ্গে দেখা করুন। ২০-৩০ টাকার বিনিময়ে জীবনকে বাজি রাখবেন না।’
বর্তমানে আসিফ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘পুনশ্চ- আমি বাড়িতে আছি, অনেক ভালো, অনেক সুস্থ আছি, এগুলি পুরনো ছবি।’
এমকে/টিএ