আজ কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। বাংলা চলচ্চিত্রের এক অনন্য কুশলী তিনি, যিনি গত দুই দশকেরও বেশি সময় ধরে ভিন্নধর্মী ও মানবিক গল্পে দর্শকের হৃদয় ছুঁয়ে চলেছেন। তাঁর নির্মিত ‘শব্দ’, ‘নগর কীর্তন’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘আরো একদিন’ কিংবা ‘লাপতা লেডিস’-এর মতো চলচ্চিত্র শুধু পর্দায় নয়, দর্শকের মনে থেকেছে দীর্ঘকাল।
এই বিশেষ দিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানাচ্ছেন সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীরা। জন্মদিনে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘আপনার সিনেমা শুধু বিনোদন নয়, তা একেবারে আত্মার গল্প’, কেউ আবার বলেছেন, ‘বাংলা সিনেমার প্রকৃত লেখক ও শিল্পীর নাম কৌশিক গঙ্গোপাধ্যায়’।
বছরের পর বছর ধরে তিনি প্রমাণ করে এসেছেন, সাহসী বিষয়বস্তু, নতুন মুখের আবিষ্কার ও সংবেদনশীল গল্পের প্রয়োজনে তিনি কখনও কম্প্রোমাইজ করেন না। এমন নির্মাতার জন্মদিন মানেই শিল্পের প্রতি ভালোবাসাকে উদ্যাপন করা।
শুভ হোক তাঁর নতুন বছর সৃষ্টিশীলতায় ভরপুর, ভালোবাসায় পরিপূর্ণ।
এমকে/টিএ