তামিল-তেলুগু দুই ভাষাতেই একযোগে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি সুরিয়া৪৬-এ এবার যুক্ত হলেন প্রতিভাবান অভিনেত্রী ভাৱানী শ্রী। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, কারণ এটি সুপারস্টার সুরিয়ার প্রথম সরাসরি তেলুগু ছবি। পরিচালনায় রয়েছেন ভেঙ্কি অ্যাটলুরি।
এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ইতিমধ্যেই রয়েছেন মামিথা বাইজু (নারী প্রধান চরিত্রে), রবিনা ট্যান্ডন এবং সারথকুমার। এবার এই তালিকায় যুক্ত হলেন ভাৱানী শ্রী, যিনি এর আগে ‘পাওয়া কাধাইগাল’, ‘কা পে রানাসিংহম’ এবং ‘বিদুথলাই পার্ট ১’-এ নজরকাড়া অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে সিতারা এন্টারটেইনমেন্টস, ব্যানারটির কর্ণধার নাগা ভামসি। সুরের জাদু নিয়ে হাজির হবেন ভাৱানী শ্রীর ভাই, জনপ্রিয় সুরকার জি. ভি. প্রকাশ কুমার।
ভক্তদের জন্য এ এক দারুণ চমক, কারণ সুরিয়ার অভিনয় মানেই ভিন্ন চরিত্র, ভিন্ন অভিজ্ঞতা। এবার তাতে যোগ হলো শক্তিশালী এক নারী চরিত্র, যেটি ভাৱানীর সাবলীল অভিনয় দিয়ে আরও উজ্জ্বল হবে বলেই ধারণা করছেন অনেকে।
সব মিলিয়ে, ২০২৫ সালের অন্যতম আলোচিত রিলিজ হতে চলেছে ‘সুরিয়া৪৬’, যেখানে বড় পর্দায় দেখা যাবে এক অসাধারণ তারকা সমাবেশ।
এসএন