গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) গণ-অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপক্ষীয় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা।’
সোমবার এক ফেসবুক পোস্টে এই দাবি করেন মো. রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার! হয়তো রাতের মধ্যে দেবে (কারণ দাওয়াত দেবে কি দেবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে!)’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে।’
তিনি আরো বলেন, ‘এদিকে ঐকমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন! হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে... অন্য কেউ বলা আর ঐকমত্য কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়।
তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশের সব মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল। হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে। অথবা জনাব মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে। তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রূপ ধারণ করবে।
এতে আরো রক্ত, আরো প্রাণ ঝরবে।’
এসএন