বছর দুয়েক আগে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের ছয় মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে উপস্থিতিই যেন পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর উসকে দিয়েছিল।
সে সময় খানিকটা ব্যঙ্গ করে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’ সেই ঘটনার পর ঘুরে গেছে বছর। এবার সুখবর দিলেন অভিনেত্রী!
সম্প্রতি কপিল শর্মার সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হন পরিণীতি।
দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তারা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি।
গত প্রায় দেড় বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গেছে। সেই প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, ‘আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।
স্ত্রীর এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যান রাঘব।
এমকে/টিএ