ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। গান আর কাছের মানুষদের নিয়ে ভালোই দিন কাটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ভিডিও আর প্রিয়জনদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।
সম্প্রতি এই সবকিছুর মাঝেই একটি পোস্ট করে তিনি অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছেন। ইমন লিখেছেন, ‘আমি খুব বুঝে শুনে বন্ধুত্ব করি।’ হঠাৎ কেন এমন কথা লিখলেন গায়িকা?
পুরো বিষয়টিই তার বন্ধুত্ব আর বন্ধুদের ঘিরে। সব সম্পর্কের ভিত্তিই হলো বন্ধুত্ব। জীবনে এমন কিছু বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যারা কোনো পরিস্থিতিতেই বিচার-বিশ্লেষণ না করে সবসময় পাশে থাকে। এমন বন্ধু খুঁজে পেতে অনেক সময় লাগে। আর সেই বার্তাটিই নিজের পোস্টে তুলে ধরেছেন ইমন।
গত ৩ আগস্ট ফ্রেন্ডশিপ ডে-তে গায়িকা তার কাছের বন্ধুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে মনের কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুব সাবধানে বন্ধু নির্বাচন করি, কিন্তু তারা তা করেন না। ওরাই আমার শক্তি। তোমাদের সবাইকে ভালোবাসি। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর মধ্যে প্রথমটিতে তার স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে দেখা যায় তাকে। এরপরের ছবিতে বাবাকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে তাদের সঙ্গে ইমনের মায়ের ছবিও রয়েছে।
এসএন