নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমা নিয়ে যত সময় গড়াচ্ছে, বাড়ছে উত্তেজনা। এবার নতুন খবর এই মহাকাব্যিক প্রজেক্টে শিবের চরিত্রে দেখা যেতে পারে মোহিত রায়নাকে।
‘দেবোঁ কে দেব... মহাদেব’ ধারাবাহিকে শিবের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন মোহিত রায়না। ছোট পর্দায় তাঁর আবেগঘন ও আধ্যাত্মিক উপস্থিতি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তাই বড় পর্দার এই প্রস্তাবকে অনেকে বলছেন ‘পারফেক্ট কাস্টিং’।
রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতা চরিত্রে সাই পল্লবীকে নিয়ে আগেই আলোচনা ছিল তুঙ্গে। এবার মোহিত রায়নার সম্ভাব্য যুক্ত হওয়া যেন নতুন মাত্রা যোগ করেছে ছবিতে। শিবের চরিত্রে তাঁর অন্তর্ভুক্তি শুধু ভক্তদের মধ্যে নস্টালজিয়া জাগাবে না, বরং পুরো প্রজেক্টে নিয়ে আসবে এক আবেগময় ধর্মীয় আবহ।
এই খবর যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের ঘনিষ্ঠ সূত্র বলছে, চূড়ান্ত কথাবার্তা চলছে পুরোদমে। এর চেয়ে গুরুত্বপূর্ণ, ভক্তরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোহিতকে বড় পর্দার ‘মহাদেব’ হিসেবে দেখতে চেয়ে আবেগে ভাসছেন।
এই ছবির প্রতি এমনিতেই উচ্চ প্রত্যাশা। তার মধ্যে মোহিত রায়নার মতো একটি চেনা ও শ্রদ্ধার মুখ যুক্ত হলে তা নিঃসন্দেহে ‘রামায়ণ’-এর মাহাত্ম্য আরও বাড়াবে। সব ঠিক থাকলে এটি হতে পারে বলিউডের সবচেয়ে আধ্যাত্মিকভাবে প্রভাবশালী কাস্টিং।
এমকে/টিএ