ভারতীয় সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত ও শ্রীদেবী যাদের জুটি বহু যুগ ধরে দর্শকের হৃদয়ে গাঁথা। তবে সম্প্রতি আবার সামনে এসেছে এক অজানা, আবেগঘন কাহিনি, যা সুপারস্টার রজনীর ভক্তদের কাঁপিয়ে দিয়েছে।
শোনা যায়, একসময় শ্রীদেবীর প্রতি গভীর ভালোলাগা জন্মেছিল রজনীকান্তের। এমনকি এক পারিবারিক অনুষ্ঠানেই তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটে শ্রীদেবীর নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে। অভিনেতার ঘনিষ্ঠজন এবং গুণী নির্মাতা কে. বালাচন্দারের বর্ণনা অনুযায়ী, সেই বিশেষ দিনে রজনী ঠিক করেছিলেন নিজের মনের কথা জানাবেন শ্রীদেবীকে।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত কিছু হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকা রজনী এই ঘটনাকে ‘অশুভ সংকেত’ হিসেবে দেখেন। প্রস্তাব না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়ে ওঠে এক গভীর, শ্রদ্ধাশীল বন্ধুত্বের।
একসঙ্গে তাঁরা কাজ করেছেন ‘মূন্দ্রু মুদিচু’, ‘১৬ ভয়াথিনিল’, ‘জনি’, ‘ভগবান দাদা’, ‘চালবাজ’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে। তামিল ভাষায় তাঁদের শেষ একসঙ্গে কাজ ছিল ১৯৮৬ সালের ‘নান আদিমাই ইল্লাই’।
সময় বদলে গেলেও রজনীকান্ত সেই সম্পর্কের প্রতি সম্মান রেখে গেছেন আজীবন। শ্রীদেবী প্রয়াত হলেও তাঁর স্মৃতি রয়ে গেছে কোটি কোটি হৃদয়ে। আর রজনী এখন ব্যস্ত ‘কুলি’ মুক্তির প্রস্তুতিতে, যা মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।
এই গল্প শুধু একটি প্রস্তাবের অপ্রকাশই নয়, বরং বলিউড-সিনেমার ইতিহাসে এক অব্যক্ত শ্রদ্ধা ও বন্ধুত্বের নজিরও বটে।
এমকে/টিএ