সেরা পার্শ্ব চরিত্রের জন্য এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী উর্বশী। আর এর পরই তিনি পুরস্কারের প্রদানে বিচারকদের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে শাহরুখ খানকে কেন সেরা অভিনেতা হিসেবে মনোনীত করা প্রসঙ্গে তিনি এই প্রশ্ন তুলেছেন।
উর্বশী বলেন, ‘শাহরুখকে সেরা নির্বাচিত করার মানদণ্ড বা পরিমাপক কী ছিল? আর বিজয় রাঘবানকে মূল চরিত্র থেকে নামিয়ে কেন পার্শ্ব চরিত্রের পুরস্কার দেওয়া হলো?’
পুরস্কার প্রদানে স্বচ্ছতার অভাব ছিল জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিজয় রাঘবান একজন বহুমুখী ও অভিজ্ঞ অভিনেতা।
তাকে মূল চরিত্রের জন্য পুরস্কার না দেওয়া হলেও অন্তত স্পেশাল জুরি মেনশন কেন দেওয়া হলো না?’
বিজয় রাঘবান অভিনীত মালায়ালম চলচ্চিত্র ‘পুক্কালান’-এর একটি ক্লিপস প্রকাশ করেছেন উর্বশী। সেই সঙ্গে তিনি প্রকাশ করেন যে বিজরাঘবানের বিপরীতে তাকে অভিনয়ের জন্য ডাকা হয়েছিল। কিন্তু শারীরিক যে ওজনের প্রয়োজনীয়তা ছিল সেটা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ ছাড়া এই চরিত্রের জন্য ৯ ঘণ্টার বেশি মেকআপ নিয়ে থাকতে হতো প্রতিদিন।
যেটা তার পক্ষে সম্ভব ছিল না, তার পরেও তিনি বিজয়রাঘবানের পক্ষেই কথা বলছেন।
মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী উর্বশী বলেন, ‘কোটি টাকার জন্য হলেও আমি হয়তো এই চরিত্রটি করতাম না। কিন্তু বিজয় রাঘবান সব কিছু সহ্য করে গভীরভাবে কমিটমেন্টের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন। এটাকে কিভাবে পার্শ্ব চরিত্র বলা হচ্ছে?’
উর্বশীর হতাশা ব্যক্তিগত পুরস্কারের বাইরেও বিস্তৃত মালায়লাম সিনেমার প্রতিনিধিত্বের জন্যই কথা বলেছেন বলে উল্লেখ করেন।
ভারতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫’ পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। গত শুক্রবার একটি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর।
এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কাড়ে বলিউড কিং শাহরুখ খানের জাতীয় পুরস্কার অর্জনের কারণে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এদিন সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উচ্ছ্বসিত শাহরুখ খান বলেন, ‘জাতীয় পুরস্কার জয় শুধু তার জন্য নয়, জয় সেসব মানুষের, যারা দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন বিনা বাক্যব্যয়ে।
’ আর বাদশাহর এ সাফল্যে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী গৌরী খান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএন