বলিউডের উঠতি তারকা জাহ্নবী কাপুর নিজের ব্যক্তিগত জীবনের একটি ব্যতিক্রমী দিক এবার খোলামেলা জানালেন সবাইকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের নির্দিষ্ট বালিশ ছাড়া তিনি ঘুমাতেই পারেন না। শ্যুটিং হোক কিংবা বিদেশ সফর নিজের প্রিয় বালিশটি যেন থাকে হাতের কাছে, সে চেষ্টায় থাকেন সবসময়। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরা সেই বালিশ সঙ্গে রাখেন দিনরাত।
এই ‘বালিশ-ভীতি’ নিয়ে শুরুতে নেটদুনিয়ায় কম হাসাহাসি হয়নি। অনেকেই বিষয়টিকে মনে করেছেন বাড়াবাড়ি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। জাহ্নবীর সাহসী স্বীকারোক্তি প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে। অনেকেই বলছেন, যেখানে তারকারা নিজেদের দুর্বলতা আড়াল করেন, সেখানে জাহ্নবী নিজেকে মেলে ধরেছেন নিঃসংকোচে।
জাহ্নবীর ভাষায়, এটি কেবল অভ্যাস নয়, একপ্রকার মানসিক ভয়। নিজের পরিচিত বালিশ ছাড়া তাঁর ঘুম আসে না কিছুতেই। এই নির্ভরশীলতা যে কতটা গভীর, তা বোঝা যায় যখন তিনি জানান এই বালিশ ছাড়া ঘুমাতে গেলে মানসিক অস্বস্তি আর অশান্তিতে ভুগতে হয়।
বর্তমান সমাজে যেখানে তারকাদের ওপর থাকে নিখুঁত থাকার চাপ, সেখানে জাহ্নবীর এমন খোলামেলা স্বীকারোক্তি এক নতুন বার্তা বহন করে। ভিন্নতা লুকোনোর কিছু নয়, বরং নিজের অদ্ভুততাকেও ভালোবাসতে শেখায় এই সাহস। নিজের অদ্ভুত স্বভাব নিয়ে হাসাহাসি নয়, বরং তা গ্রহণ করাই যেন এখন নতুন স্টাইল স্টেটমেন্ট।
পিএ/টিএ