ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ নিয়ে শঙ্কা

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন লিওনেল মেসি। বাধ্য হয়েই ম্যাচের ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। তখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে? এখন শঙ্কা দেখা দিয়েছে, ঘরের মাঠে সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলতে পারবেন তিনি?

মেসি চোট পাওয়ার পর বেশির ভাগ সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি লিগস কাপের বাকি সময় তাকে না-ও পাওয়া যেতে পারে।

তবে ইন্টার মায়ামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। এটুকু পড়ে মেসির ভক্তরা প্রশান্তি পেতে পারেন।

আবার মেসির ভক্তরা দুশ্চিন্তায় পড়তে পারেন অন্য কারণে। আর্জেন্টাইন কিংবদন্তি চোট থেকে কবে সেরে উঠতে পারেন, কবে মাঠে ফিরতে পারেন- সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মায়ামি। সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু এতটুকু বলা হয়েছে, ‘মেসির মেডিকেল ছাড়পত্র নির্ভর করছে চিকিৎসাগত দিক থেকে তার উন্নতি এবং তার সাড়া দেওয়ার ওপর।’




এদিকে সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ, আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। সে ম্যাচের পর চার দিন বিরতি দিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার খেলাধুলাভিত্তিক সাময়িকী এল গ্রাফিকো জাতীয় দলের এই ম্যাচ ঘিরে মেসিকে নিয়ে দুশ্চিন্তার একটি প্রশ্ন তুলেছে। মেসির চোট নিয়ে মায়ামি বিবৃতি দেওয়ার পর সংবাদমাধ্যমগুলোর ধারণা, লিগস কাপ ও মেজর লিগ সকার (এমএলএস) মিলিয়ে মেসিকে আগামী দুটি ম্যাচে মাঠে না-ও দেখা যেতে পারে।

আগামী বুধবার লিগস কাপে পুমার বিপক্ষে এবং এমএলএসে ১০ আগস্ট অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচ খেলবে মায়ামি। এরপর প্রায় এক সপ্তাহের বিশ্রাম আছে দলটির সূচিতে। মেসি এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে তখন যে প্রশ্ন অবশ্যই উঠবে- আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ কি খেলতে পারবেন মেসি?

এই প্রশ্ন ওঠার কারণ, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার যে দুটি ম্যাচ আছে, তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসে। ইকুয়েডরের বিপক্ষে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা।’ 

কনমেবল এই ম্যাচের সূচি মার্চে ঠিক করলেও এখনো দিন-তারিখ ঠিক করেনি। তবে ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে মেক্সিকো সিটিকে।

এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, যেটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

অনেকেরই ধারণা, ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলেই জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানবেন। এ ধারণা এবং আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বর্তমান সূচি অনুযায়ী, বুয়েনস এইরেসে আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। আর তাই প্রশ্ন উঠেছে, বর্তমান চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারলে মেসি ওই ম্যাচে খেলতে পারবেন তো?

আর্জেন্টিনা এরই মধ্যে বাছাইপর্ব থেকে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। কিন্তু মেসির জন্য ভেনেজুয়েলা ম্যাচের গুরুত্ব তো অন্য কারণে- ২০২৬ বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলে দেওয়া। তবে এমনও হতে পারে, আর্জেন্টিনা এ সময়ের মধ্যে প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা অন্য হিসাব।

আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। আর সেই ম্যাচে খেলতে চাইলে মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠার বিকল্প নেই। ভক্তদের চাওয়াও তাই এটাই। প্রিয় তারকাকে আরও একবার নিজ দেশের মাঠে দেখার সুযোগ অবশ্যই হারাতে চাইবেন না আর্জেন্টাইনরা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস Aug 05, 2025
img
বিবাহ বিচ্ছেদের পর ম্রুনাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ধানুষ Aug 05, 2025
রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে মানিকমিয়া এভিনিউতে জুলাই যোদ্ধা Aug 05, 2025
img
পটুয়াখালীতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ Aug 05, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল মস্কো Aug 05, 2025
রাষ্ট্র ধারণা বোঝেন না শেখ হাসিনা, দাবি আসিফ নজরুলের Aug 05, 2025
"আবু সাঈদের শহীদ হওয়ার স্বীকৃতি নিয়েই রংপুরে ফিরতে চাই" Aug 05, 2025
img
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ Aug 05, 2025
img
গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাল ড. মুহাম্মদ ইউনূস Aug 05, 2025
img
বন্ধুরাষ্ট্রের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে মুখ খুলল মস্কো Aug 05, 2025
img
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান Aug 05, 2025
img
খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি রানা চাঁদার টাকাসহ হাতেনাতে আটক Aug 05, 2025
img
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের Aug 05, 2025
img
১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান Aug 05, 2025
বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ Aug 05, 2025
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে শিবিরের র‍্যালি Aug 05, 2025
img
সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র Aug 05, 2025
img
রাজনীতিতে অন্যায়ের প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে : রনি Aug 05, 2025
img
ওভালে রোনালদোর অনুপ্রেরণায় ইতিহাস গড়লেন সিরাজ Aug 05, 2025