১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। মঙ্গলবার (০৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভুলেনি, ২৪ সালে গণঅভ্যুত্থানের শহিদদেরকেও বাংলাদেশ কখনো ভুলবে না।’
তারেক রহমান বলেন, ইনসাফভিত্তিক-গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলেই শহিদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব হবে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবেনা, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবেনা। বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতেও দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য এখনও বহাল রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি আশাবাদী।’
তারেক রহমানের বলেন, ‘জনগণকে শক্তিশালী করে তুলতে না পারলে শেষ পর্যন্ত কোনো কিছুই শক্তিশালী ও টেকসই হবে না।’
কেএন/টিকে