সতীর্থদের ‘অলস’ বললেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস

যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় ও শেষ প্রীতি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত জয়বঞ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। দুইবার এগিয়ে গিয়েও এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে পরাজয় ছাপিয়ে সতীর্থদের পারফরম্যান্স নিয়েই বেশি হতাশ ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের এই সফরে শুরুর দুই ম্যাচে দারুণ খেলেছিল ইউনাইটেড।

প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ ও দ্বিতীয়টিতে বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়ে প্রশংসা কুড়িয়েছিল রুবেন আমুরিমের দল। তবে শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা রাখতে পারেনি তারা।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এভারটনের বিপক্ষে ম্যাচে ১৯তম মিনিটে সফল এক পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। তবে বিরতির আগেই সমতায় ফেরে এভারটন, গোল করেন ইলিমান এনদায়ে।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু ছয় মিনিট পর আত্মঘাতী এক ভুলে জয় হাতছাড়া হয় তাদের।

ম্যাচ শেষে হতাশ ব্রুনো বলেন, ‘আমরা এভাবে শেষ করতে চাইনি। আজ আমরা একটু অলস ছিলাম, আর এমন অলসতার কারণে যেকোনো সময় বড় খেসারত দিতে পারে।

সতীর্থদের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কেউকে সরাসরি দোষারোপ না করলেও, তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলতে চাই, সেটার উন্নতি জরুরি। নতুন খেলোয়াড়দের সেই খেলায় অন্তর্ভুক্ত করাটাও গুরুত্বপূর্ণ।’

গত মৌসুম ইউনাইটেডের জন্য ছিল চরম হতাশার। প্রিমিয়ার লিগ টেবিলে ১৫ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা—প্রিমিয়ার লিগ যুগে যা ইউনাইটেডের সবচেয়ে বাজে অবস্থান।

নতুন মৌসুম শুরুর আগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে আক্রমণভাগে নতুন মুখ এনেছে ক্লাবটি।

দলভুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ও ফ্রেঞ্চ উইঙ্গার ব্রায়ান এমবুমো। গত ম্যাচে দুজনই ছিলেন শুরুর একাদশে, যদিও গোল পাননি কেউই।

ব্রুনোর মতে, ‘দলের মানের উন্নতি হচ্ছে। তবে এখনও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইনি। ক্লাবের আর্থিক অবস্থা যেমন, তাতে তারা সর্বোচ্চ চেষ্টাই করছে।’

দেশে ফিরে আগামী শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ১৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন প্রিমিয়ার লিগ মিশন। 

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করল ডিবি Aug 05, 2025
img
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের, মোট আক্রান্ত ৯৪৫ Aug 05, 2025
img
রাজধানীসহ দেশব্যাপী আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি: র‍্যাব মহাপরিচালক Aug 05, 2025
img
বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় : তারেক রহমান Aug 05, 2025
img
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস Aug 05, 2025
img
বিবাহ বিচ্ছেদের পর ম্রুনাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ধানুষ Aug 05, 2025
রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে মানিকমিয়া এভিনিউতে জুলাই যোদ্ধা Aug 05, 2025
img
পটুয়াখালীতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ Aug 05, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল মস্কো Aug 05, 2025
রাষ্ট্র ধারণা বোঝেন না শেখ হাসিনা, দাবি আসিফ নজরুলের Aug 05, 2025
"আবু সাঈদের শহীদ হওয়ার স্বীকৃতি নিয়েই রংপুরে ফিরতে চাই" Aug 05, 2025
img
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ Aug 05, 2025
img
গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাল ড. মুহাম্মদ ইউনূস Aug 05, 2025
img
বন্ধুরাষ্ট্রের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে মুখ খুলল মস্কো Aug 05, 2025
img
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান Aug 05, 2025
img
খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি রানা চাঁদার টাকাসহ হাতেনাতে আটক Aug 05, 2025
img
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের Aug 05, 2025
img
১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান Aug 05, 2025
বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ Aug 05, 2025