'বঙ্গোপসাগরের মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশি বানাবো'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা প্রায়ই ভুলে যাই যে, বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি। আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই। বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসেবেই ধরি না। কারণ আমরা ওই অংশে বসবাস করি না। আমরা তো হাওর-বাওরেও বসবাস করি না। তাই বলে তো তাকে হিসেবের বাইরে রাখি না।

তিনি আরও বলেন, এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হবো। এই অংশের পানির ওপর দিয়ে দেশ-বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করবো। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশি বানাবো।

আজ (মঙ্গলবার) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ; মৎস্য সম্পদ, যা প্রতি বছর ফসল দেয়। এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস। এর সবকিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তা-ভাবনাকে চালিত করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে নিউ মুরিং টার্মিনাল কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দিয়েছে। তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রথম দুই সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে ২২৫টি বেশি কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে। এ বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, নেপাল, ভূটানসহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। বিনিময়ে তারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হবো।

তিনি বলেন, আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি। একে কেন্দ্র করে আমরা মাছ পালন, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি, এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলীয়ান হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 06, 2025
img
রাজকে নিশানা করে প্রাক্তন স্ত্রীর তীর্যক ইঙ্গিতে রাজের মন্তব্য Aug 06, 2025
img
আইসিসি থেকে বড় সুখবর পেলেন সিরাজ-সালমানরা Aug 06, 2025
img
করপোরেট নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় : আলী রীয়াজ Aug 06, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ Aug 06, 2025
img
ওভালের দুর্দান্ত পার‌ফরম্যান্সে র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে চার পেসার Aug 06, 2025
img
বাংলাদেশ-লাওসের মধ্যে কূটনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষর Aug 06, 2025
img
নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে: সালাহউদ্দিন Aug 06, 2025
img
বড়পর্দায় এখনই ফিরছেন না শক্তিমান Aug 06, 2025
img
এক বছরে দেশের অর্থনীতি অনেকটা উপরে উঠে এসেছে : অর্থ উপদেষ্টা Aug 06, 2025
img
বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রতিজনের পেছনে ব্যয় ১২ কোটি টাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা Aug 06, 2025
img
সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা দেখালে এসিল্যান্ডদের বিরুদ্ধে শাস্তি Aug 06, 2025
img
‘ভদ্রমহিলাকে আমি চিনিই না’, অভিযোগ উড়িয়ে দিলেন পরিচালক রাজীব Aug 06, 2025
img
‘গ্লোবাল টি-টোয়েন্টি নয়, জাতীয় দলই আমার অগ্রাধিকার’ Aug 06, 2025
img
'শিখতে নয়, কাপ জিততে যাচ্ছে বাংলাদেশ' Aug 06, 2025
img
২৪ ঘণ্টায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Aug 06, 2025
img
আওয়ামী লীগকে ফিরিয়ে আনাই দিল্লির দোসরদের মিশন : ঢাবি শিবির সভাপতি Aug 06, 2025
img
‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’ Aug 06, 2025
img
জন্মদিনে রাজ কাপুর পুরস্কার, মায়ের শাড়িতে আবেগে ভাসলেন কাজল Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্রে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়ে গেছে : আখতার Aug 06, 2025