কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দিবসটি উদ্যাপন উপলক্ষে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান মিনিস্টার শ্রম আবুল হোসেন।
দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্য চিত্র ও জুলাই গণ-অভ্যুত্থান দিবসের তাৎপর্যের বর্ণনা অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রভাব, প্রাসঙ্গিকতা এবং অভ্যুত্থানে প্রবাসীদের ভুমিকার উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ডক্টর ইঞ্জিনিয়ার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীরা।
এফপি/ টিএ