দীর্ঘ এক দশকের অপেক্ষা শেষে অবশেষে মুক্তির আলো দেখল দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সোমবার নজরুল মঞ্চে উৎসবমুখর পরিবেশে উন্মোচিত হয় ছবির ঝলক। ছবিটির শুরুর কাজ শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে, কিন্তু নানা কারণে আটকে ছিল মুক্তি। অবশেষে নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ পেল সেই স্বপ্নের ছবির প্রথম ঝলক।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, “এই ছবির মাধ্যমে দেব-শুভশ্রীর অভিনয় জীবনের এক নতুন যুগ শুরু হবে। বাংলা সিনেমার ইতিহাসে এমন দীর্ঘ অপেক্ষা এবং একসঙ্গে এমন উদ্যাপন বিরল।”
ঝলক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার অনুপম রায়। মঞ্চে গেয়ে শোনান তাঁর গাওয়া গান ‘মা’। অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায় এই গান, তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।
দর্শকদের চোখেমুখে ছিল পরিপূর্ণ উচ্ছ্বাস। প্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য তাঁরা অপেক্ষা করেছেন প্রায় এক যুগ। অনেকেই বলছেন, এই ছবির মাধ্যমে আবার ফিরে আসবে দেব-শুভশ্রী জুটির সেই পুরনো জাদু, যা একসময় বাংলা বাণিজ্যিক ছবিকে এক নতুন গতি দিয়েছিল।
চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। টিজারের পরই ছবির প্রতি আগ্রহ আরও তুঙ্গে উঠেছে ভক্তদের মধ্যে। ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়, এটি হয়ে উঠেছে এক যুগের স্মৃতি, অপেক্ষা এবং আবেগের প্রতীক।
এফপি/ টিএ