১০ কাঠার প্লট দুর্নীতিতে আসামি বিচারপতি খায়রুল ও রাজউক চেয়ারম্যানসহ ৮

রাজধানীতে ৬ তলা বাড়ি থাকা সত্ত্বেও বিচার বিভাগের সর্বোচ্চ পদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৬ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ৪ আগস্ট প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত হয়েছিল বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালনকালে তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে উত্তরাধিকার হিসেবে রাজধানী ঢাকায় তার পৌনে ১৮ কাঠা জমিতে একটি ৬ তলা বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় অসৎ উদ্দেশ্যে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানপূর্বক রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে নিজে লাভবান হয়েছেন।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত থেকে নিজ ক্ষমতার অপব্যবহার করে তার নিজ নামে ঢাকা শহরে পৈত্রিক বাড়ি ও জমি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেন। মিথ্যা তথ্য প্রদান করে বিধি ১৩ লঙ্ঘন করে হলফনামা দাখিল করে রাজউকের ১০ (দশ) কাঠা প্লট আত্মসাৎ করার মাধ্যমে অপরাধ করেছেন প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শুধু তাই নয় বরাদ্দকৃত প্লটের সুদসহ প্রথম কিস্তির টাকা পরিশোধ না করায় ২০০৯ সালের সেপ্টেম্বরে ওই প্লট বাতিলও হয়েছিল। কিন্তু আসামিরা সুদের ৪ লাখ ৭৪ হাজার টাকা মওকুফ করে সরকারে আর্থিক ক্ষতিসাধন করে পুনরায় প্লট বরাদ্দে সিদ্ধান্ত দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সূত্র আরও জানায়, এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে বিচার বিভাগের সর্বোচ্চ পদাধিকারী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বরত ও বহাল থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত বছর এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়।

২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২৫ জনের Aug 07, 2025
img
বিচ্ছেদের পথে সাইফ আলি খান-কারিনা, দাবি পাকিস্তানি সাংবাদিকের Aug 07, 2025
img
গাড়ির ভেতর থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার Aug 07, 2025
img
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত অন্যায় বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় Aug 07, 2025
img
তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় জানালেন হুমায়ূন কবীর Aug 07, 2025
img
বাংলাদেশিদের জন্য বাড়লো থাইল্যান্ডের ভিসা ফি Aug 07, 2025
img
জনদুর্ভোগ কমাতে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে: চসিক মেয়র Aug 07, 2025
img
নির্বাচনের তারিখ ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খারাপ : মেজর হাফিজ Aug 07, 2025
img
ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে: সিইসি Aug 07, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪১ জন নিহত Aug 07, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Aug 07, 2025
img
৫৪৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার Aug 07, 2025
img
'৫ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম' Aug 07, 2025
img
আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে: বাণিজ্য উপদেষ্টা Aug 07, 2025
img
আগামী সপ্তাহেই পুতিন-ট্রাম্প বৈঠক, প্রস্তুত হোয়াইট হাউজ Aug 07, 2025
img
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ Aug 07, 2025
img
জুলাই আন্দোলনে শহীদদের যেন ভুলে না যাই : আসিফ নজরুল Aug 07, 2025
img
‘শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে দেয়া যাবে না’ Aug 07, 2025
img
থানায় ঢুকে হুমকি, গ্রেপ্তারের পর জামায়াত নেতার জামিন Aug 07, 2025
img
বলিউডের চাপ বাড়তেই বাংলা সিনেমা বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ টলিউড Aug 07, 2025