বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল কিংসের সাবেক প্রধান কোচ ভ্যালেরিউ তিতা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ক্লাবটি তার তিন মাসের বেতন, পুরস্কারের টাকা ও বিমান ভাড়া পরিশোধ করেনি।
রোমানিয়ান এই কোচ গত বছর জুলাইয়ে দীর্ঘদিনের কোচ অস্কার ব্রুজোনের পরিবর্তে কিংসের দায়িত্ব নেন। তার অধীনে দল বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জেতে। তবে প্রিমিয়ার লিগে বাজে ফর্মের কারণে তাকে ছেঁটে ফেলে কর্তৃপক্ষ।
তবে এরপর তার সঙ্গে যা করেছে ক্লাবটি, তা মোটেও সুখকর নয়। সম্প্রতি একটি পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন তিতা। তিনি বলেছেন, ‘এই অভিযোগ তিন মাসের বেতন, বোনাস এবং বিমান ভাড়ার জন্য, যা আমি নিজের পকেট থেকে দিয়েছি।’
তিতা আরও বলেন, ‘আমার সঙ্গে কাজ করা ট্রেইনার খালিল চারকুনও ক্লাবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।’
৫৯ বছর বয়সী এই কোচ জানান, দলে তার সময়ে সবকিছু অনিয়মে ভরা ছিল। তিনি বলেন, ‘আমাদের আসার আগ পর্যন্ত ক্লাবের অবস্থা ছিল চমৎকার। তখন এএফসি কাপ জেতাও সহজ ছিল। কিন্তু আমরা আসার পর সবকিছু ছিল সমস্যা দিয়ে ঘেরা। খেলোয়াড় ছিল না, টাকা ছিল না, বোনাস ছিল না, কিছুই ছিল না। এতকিছুর পরও আমরা দুইটা ট্রফি জিতেছি।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এখন তারা নতুন খেলোয়াড় ও স্টাফ নিয়োগ দিচ্ছে। সবকিছুই অদ্ভুত মনে হচ্ছে।’
গত মৌসুমে আর্থিক সমস্যার কারণে ক্লাব থেকে কিছু বিদেশি খেলোয়াড় চলে যান। এরপর কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে শেষ করে। এএফসি চ্যালেঞ্জ লিগে দল কোনো ম্যাচ জিততে পারেনি।
এই জুনে ওমানের ক্লাব আল-সীবে যোগ দেন তিতা। আর সেখান থেকেই বাংলাদেশের ক্লাব কিংসের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।
এমকে/এসএন