জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলী শেঠিকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তবে এবার কোনো গান নয় বরং নিজের নতুন মিউজিক ভিডিও ‘ব্রাইড গ্রুম’-এ ভিন্নধর্মী ফ্যাশন স্টাইলই নিয়ে।
ভিডিওতে আলি সেথিকে দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের স্কার্ট, মেকআপ এবং নানা ধরণের অ্যাকসেসরিজ পরে হাজির হতে। তার এই পোশাক ও সাজগোজের মাধ্যমে একটি কনের আবেগঘন মুহূর্তকে তুলে ধরা হয়েছে যেখানে কনে তার বান্ধবীদের সঙ্গে বিয়ের আগে নিজের অনুভূতি শেয়ার করে।
আলী শেঠি, যিনি বিশ্বজুড়ে ‘পাসুরি’ গানের জন্য পরিচিত, ইনস্টাগ্রামে তার নতুন গান ‘ ‘ব্রাইড গ্রুম’-এর ভিডিও প্রকাশ করেন। সেখানে তার নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
এ সংগীতশিল্পীর এই ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে নেটিজেনরা সমালোচনা করেছেন। কিছু ব্যবহারকারী তার স্টাইলকে ‘অস্বাভাবিক’ বলেও মন্তব্য করেছেন এবং তার লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুরনো কিছু গুজব ও অপপ্রচারের পুনরাবৃত্তি করে অনেকে তার যৌনতা নিয়ে অনুমান করতে থাকেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, তিনি নাকি “গোপন এজেন্ডা” চালাচ্ছেন। এসব নেতিবাচক মন্তব্যের বেশিরভাগই গান বা ভিডিওর মূল ভাবনার সঙ্গে সম্পর্কহীন।
পিএ/এসএন