বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার কথা বলেছেন। আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এরইমধ্যে এ সরকারকে এলোমেলো করে দেয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আমাদের এগিয়ে যেতে হবে, কোনো অবস্থায় পিছিয়ে আসা যাবে না। যদি এবার আমাদের ভুলের জন্য পিছিয়ে পড়ি, তাহলে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব। আমরা জাহান্নামে যেতে চাই না। লড়াইয়ের মাধ্যমে এদেশে গণতন্ত্র কায়েম করব।
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, আমরা দলমত বুঝিনা। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবিতে যে সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছি, সেই পথ থেকে আমরা পিছপা হবো না। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন। বিজয়ীরা এ দেশের নেতা হিসেবে কাজ করবেন।
আওয়ামী সরকারের সময়ে নানা নির্যাতনের কথা তুলে ধরে বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, আমি মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। এরপর আপনাদের সেবায় রাজনীতি করেছি। শেখ হাসিনার আমলে আমার বাড়িঘরে একাধিকবার হামলা হয়েছে। আমাকে পালিয়ে থাকতে হয়েছে। কিন্তু যতক্ষণ বেঁচে আছি এ লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে থাকব।
তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে এক জঘন্য লোক (নিজাম হাজারী) তার গুণ্ডা বাহিনীসহ নিজে অস্ত্র হাতে নিয়ে নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে আহত করেছেন। কিন্তু সেই লোকও ওই রাতের পর আর ফেনীতে থাকতে পারেনি। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীতে কোনো জালিম ও খুনি রক্ষা পাবে না।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/ টিএ