নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে-বিদেশে। ঘোষণাপত্রের বড় অংশীজন কয়েকজন ছাত্রনেতা এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন।
কিন্তু তারা রহস্যজনক কারণে ৫ আগস্টের ওই অনুষ্ঠানে অংশ না নিয়ে কক্সবাজার গেলেন। আমার কাছে মনে হয়, তারা কোনো হতাশাজনক সংবাদ আগেই পেয়েছিলেন।’
তিনি বলেন, ‘এরপর ৫ জনকে এনসিপি শোকজ করেছে। যাদের মধ্যে রয়েছেন দলটির মূল ৪ জন নেতা, যারা দলের অর্ধেক।
তারা মূলত জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করে কক্সবাজার গেছেন।’
তিনি আরো বলেন, ঠিক তার আগের দিন এনসিপির আরেক নেত্রী সামান্তা শারমীন ড. ইউনূসের সমালোচনা করে বলেছেন, ‘তিনি স্বার্থপর, নিজের স্বার্থটাই দেখেছেন।’
ড. মনজুর বলেন, ‘ড. ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন। তিনি আর বেশিদিন থাকবেন না।
তিনি ভর করেছেন বিএনপির ওপরে। অর্থাৎ, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি সুন্দরভাবে দেশ ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন।’
তিনি বলেন, ‘ড. ইউনূস সফল একটি অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছেন। এর ফলে এই তরুণরা এত ত্যাগের পর বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছেন। তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
এখন তারা হয়তো ভিসার জন্য চেষ্টা করছেন। হয়তো তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে যুক্তরাষ্ট্র। এটা হলে পিটার হাস তাদের সহায়তা করতে পারেন। তবে আমি বলছি না তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে।’
টিকে/