আগুন আর রক্তের ছোবলে ভর করে ফিরছেন অনুশকা শেঠি। ‘ঘাটি’র সদ্য প্রকাশিত ট্রেলার যেন বাতাসে ছড়িয়ে দিয়েছে বিদ্রোহের গন্ধ, প্রতিশোধের প্রতিজ্ঞা। পর্দার ওপারে এক শোকাহত নারীর চেহারায় যখন প্রতিশোধপরায়ণ এক রক্তমাখা যোদ্ধার জন্ম হয়, তখন দর্শক থমকে যায়। ট্রেলারে আনুশকার সেই রূপই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
পর্বতঘেরা নিঃসঙ্গ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার প্রতিটি ফ্রেম যেন বলছে, ভয় আর বেদনার মুখোমুখি দাঁড়িয়ে কেমন করে জন্ম নেয় প্রতিরোধ। ট্রেলারে অনুশকাকে দেখা গেছে এক মমতাময়ী নারী থেকে ধাপে ধাপে রূপ নিতে এক অকুতোভয় যোদ্ধায়। যে যোদ্ধা নিজের জনগণের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পিছু হটতে রাজি নন একটুও।
জ্বলে ওঠা আগুন, বয়ে যাওয়া রক্ত, ছিন্নবিচ্ছিন্ন শরীর আর প্রতিটি দৃশ্যে অনুশকার চোখের ভাষায় ফুটে উঠেছে তীব্র যন্ত্রণা, ক্ষোভ আর অবিচল সংকল্প। অল্প কথায়, নিঃশব্দ ক্রোধে আনুশকা যেন নিজেই হয়ে উঠেছেন বিদ্রোহের প্রতীক।
‘ঘাটি’ কেবল প্রতিশোধের কাহিনি নয়, এটি ভাঙা হৃদয়ের সঙ্গীত, যন্ত্রণার চিৎকার। এক এক করে উন্মোচিত হচ্ছে সেই নারীর যাত্রাপথ, যে ভুলে গেছে কান্না, শিখেছে লড়াই। ট্রেলারে ব্যবহার করা হয়েছে জ্বলন্ত আগুনের ছায়া, তুষারাবৃত পাহাড় আর নিঃশব্দ প্রতিহিংসার ইঙ্গিত যা সিনেমাটিকে আরও বেশি রহস্যময় ও মনকাড়া করে তুলেছে।
সবশেষে বলা চলে, ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘ঘাটি’ অনুশকা শেঠির ক্যারিয়ারের মোড় ঘোরানো একটি চলচ্চিত্র হতে চলেছে। অ্যাকশন আর আবেগের মিশেলে গড়া এই সিনেমা অনেক দিন মনে রাখবে দর্শক।
এমকে/টিএ