বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে বুমরাহর ওপর নজর বিসিসিআইয়ের

নিঃসন্দেহে বর্তমানে ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। এমনকি তাকে দেশটির সর্বকালের সেরাদের একজন বলেও গণ্য করা হচ্ছে। বাকি বোলারদের ভীড়ে ইকোনমি ধরে রেখে ব্রেকথ্রু আনার ক্ষেত্রে ৩১ বছর বয়সী এই পেসারের জুড়ি নেই। যদিও ওয়ার্কলোড ও চোটের বিষয় বিবেচনায় বুমরাহ এখন বেছে বেছে ম্যাচ খেলছেন। যা নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতা নিয়েছে শেষ করেছে ভারত। যদিও স্বাগতিক ইংলিশরা তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ড্র দিয়ে সফর শেষ করল ভারত। সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করে নায়ক বনে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এ ছাড়া বুমরাহ’র অনুপস্থিতিতে অন্য পেসাররাও ছিলেন বেশ উজ্জ্বল।

ওয়ার্কলোড ও চোটের ঝুঁকি বিবেচনায় ইংল্যান্ড সফরে কেবল ৩ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরাহ। তাতে সম্মতি ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইংল্যান্ডে এবার ৩ টেস্ট খেললেও ১৪ উইকেট শিকার করেন বুমরাহ। কিন্তু তার বেছে বেছে ম্যাচ খেলার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিশেষ করে ওভাল টেস্টে সিরাজ-প্রসিধ কৃষ্ণাদের দারুণ ফর্ম নতুন করে আলোচনার জোগান দিয়েছে ক্রীড়া বিশ্লেষকদের। ৩ ম্যাচে বুমরাহ’র সমান ১৪ উইকেট নিয়েছিলেন কৃষ্ণাও।

ভারতীয় সংবাদসংস্থার এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআই নতুন একটা নিয়ম চালু করতে যাচ্ছে। যেখানে ক্রিকেটাররা তাদের ইচ্ছামাফিক আর ম্যাচ বেছে নিতে পারবেন না।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকমণ্ডলীসহ ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও এই ব্যাপারে সহমত জানিয়েছেন। সূত্রমতে, ক্রিকেটারদের বারবার সতর্ক করা হলেও তারা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন না। যা আর বরদাশত করবে না বিসিসিআই।



শেষ পর্যন্ত নিয়মটি চালু করা হলে তাতে বড় শিকার হতে পারেন বুমরাহ। এর আগে টেস্টে বড় ম্যাচ বিবেচনায় অন্য ফরম্যাটে তাকে কম পেয়েছে ভারত। এর বাইরে অবশ্য তার চোটপ্রবণতার বিষয়ও বিবেচ্য। তার মতো বড় তারকাকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চিতভাবেই পেতে চাইবে তার দল। লর্ডসের পর যখন ম্যানচেস্টারে বুমরাহ লাগাতার ২ টেস্ট খেলতে নামার পর তার বলের গতি অনেকটাই কমে গিয়েছিল। সাধারণত বুমরাহ ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিবেগে বল করে থাকেন। কিন্তু ম্যানচেস্টার টেস্টে তার ফিটনেসের কিছু দুর্বলতা ফুটে ওঠে। 

বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, ‘বুমরাহ’র বিষয়টি ব্যতিক্রম। এটি শুধুমাত্র বোলিং কোচ কিংবা সাপোর্ট স্টাফের নির্দেশনা পেয়ে তাকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়। এর সঙ্গে দলের মেডিক্যাল স্টাফরাও জড়িত এবং বুমরাহ’র মতো ক্রিকেটারও নিজ থেকে জয়ের তাড়না দেখান। এর বাইরে যে সিদ্ধান্তই আসুক সেটি তাকে রক্ষা এবং আরও বেশি সময় মাঠে রাখার লক্ষ্যই নেওয়া হয়।’ বুমরাহ-ও নাকি টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআইকে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেক্ষেত্রে তার বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত সামনে কতটুকু প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়।

আবার বিসিসিআই যদি খেলোয়াড়দের নিজ থেকে ম্যাচ বেছে খেলার সিদ্ধান্তে লাগাম টানে, সেক্ষেত্রে বুমরাহকে টেস্ট ক্যারিয়ার নিয়ে অবশ্যই ভাবনা-চিন্তা করতে হবে। এখন পর্যন্ত তিনি ৪৮ টেস্ট টেস্টে ২১৯টি উইকেট শিকার করেছেন। ভারতের হয়ে টেস্টে তিনি সবচেয়ে দ্রুততম দুইশ উইকেটশিকারি এবং বিশ্ব ক্রিকেটে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন। তিনি বিশ্বে একমাত্র যে, ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডায়াপার বদল থেকে দুনিয়া বদল, মাতৃত্বের মুগ্ধতায় কিয়ারা Aug 10, 2025
img
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরতে প্রস্তুত লাবুশেন Aug 10, 2025
img
অর্থ নাকি ভালোবাসা! ললিত মোদীর সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা Aug 10, 2025
img
বৈঠকে বসবেন ট্রাম্প ও পুতিন, কড়া বার্তা দিলেন ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা Aug 10, 2025
img
আমি প্রেম ছাড়া বাঁচি না, সামাজিক মাধ্যমে পরীমনি Aug 10, 2025
img
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে Aug 10, 2025
img
নারী ফুটবলের সাফল্যের কৃতিত্ব নিলেন না কিরণ, দিলেন সবাইকে! Aug 10, 2025
img
স্পাই ইউনিভার্সে ফিরছেন মেজর কবীর, সঙ্গে নতুন দুই গুপ্তচর Aug 10, 2025
img
পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সরের বিরুদ্ধে আইনি পথে বিসিবি Aug 10, 2025
img
ফ্রান্সে অভিবাসীদের ২১০ দিন পর্যন্ত আটক রাখার বিধান বাতিল Aug 10, 2025
img
পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে দেওয়া হবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 10, 2025
img
হুয়ান গ্যাম্পার ট্রফিতে কোমোর মুখোমুখি বার্সেলোনা Aug 10, 2025
img
বিচ্ছেদের পরই অস্কারজয়ী অভিনেত্রী এমাকে ডেটিংয়ের প্রস্তাব দিলেন ট্রাম্প! Aug 10, 2025
img
বাস্তব জীবনে তিশার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে: শাওন Aug 10, 2025
img
এমন একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যাতে লোকজন প্রশংসা করে : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 10, 2025
img
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 10, 2025
img
অবশেষে রাজস্থান নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন Aug 10, 2025
img
প্লট বরাদ্দসহ রাজউকের সব কার্যক্রমে নিরীক্ষা নির্দেশনা Aug 10, 2025
img
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা Aug 10, 2025
img
৮ উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার Aug 10, 2025